• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মার্কসবাদ অপ্রাসঙ্গিক নয় : মেনন

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন

সংরক্ষিত ছবি

রাজনীতি

মার্কসবাদ অপ্রাসঙ্গিক নয় : মেনন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ মে ২০১৮

জন্মের দুই শ বছর পরও কার্ল মার্কস ও তার চিন্তাধারা বিশ্বের জন্য প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে কার্ল মার্কসের দ্বিশততম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত সভায় দলটির সভাপতি মেনন বলেন, ‘পুঁজিবাদী বিশ্বের সঙ্কট বুঝতে গিয়ে সব দেশের অর্থনীতিবিদরা কার্ল মার্কসকে নতুন করে পাঠ করছেন। তাই তার জন্মের দুই শ বছর পরও মার্কস বিশ্বের জন্য, বাংলাদেশের জন্যও সমানভাবে প্রাসঙ্গিক। মার্কসবাদ কখনোই অপ্রাসঙ্গিক নয়; এটা আমাদের বোঝা ও চিন্তার দৈন্য।’

রাশেদ খান মেনন বলেন, ‘পৃথিবীতে যতদিন শোষণ ও শ্রেণিদ্বন্দ্ব থাকবে, মার্কসবাদ ততদিন প্রাসঙ্গিক থাকবে।’ তিনি আরো বলেন, ‘ক্রমবর্ধমান আয় বৈষম্য বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার ফলে দেশের যুবসমাজের মধ্যে সৃষ্টি হচ্ছে হতাশা। এই পরিস্থিতির ব্যাখ্যা করতে হলে এবং পরিবর্তনের পথ খুঁজতে কার্ল মার্কসের কাছে ফিরে যেতে হয় বারবার। এটা বাংলাদেশের জন্য যেমন সত্য, তেমনি বিশ্বের জন্যও সত্য।’

পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে ‘কার্ল মার্কস ও তার তত্ত্বের প্রাসঙ্গিকতা’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন পার্টির পলিটব্যুরো সদস্য অধ্যাপক সুশান্ত দাস। সভায় প্রধান আলোচক ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, ইতিহাস গবেষক অধ্যাপক মেজবাহ কামাল ও সামসুল হুদা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads