• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
পোকার দংশনে গুরুতর অসুস্থ খালেদা জিয়া : রিজভী

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রুহুল কবির রিজভী

সংগৃহীত ছবি

রাজনীতি

পোকার দংশনে গুরুতর অসুস্থ খালেদা জিয়া : রিজভী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ মে ২০১৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে ‘নরকের’ মতো পরিবেশে আছেন এবং সেখানে পোকামাকড়ের দংশনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়া সাজানো ঘরেই আছেন জানিয়ে বলেন, একদম ফার্স্টক্লাস জায়গায় আছেন, যেখানে আমরাও ছিলাম না। খালেদার যথাযথ চিকিৎসা, তার সঙ্গে মানবিক আচরণ করার ক্ষেত্রে সরকারের কোনো গাফিলতি নেই বলেও জানান তিনি। 

ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে যে কক্ষে রাখা হয়েছে, তা বাসযোগ্য নয়। কক্ষটি নানা অসুখ-বিসুখের আক্রমণের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। তাকে দুঃসহ জীবন-যাপনে বাধ্য করে তিলে-তিলে বিপন্ন করে তোলার জন্যই সরকার এসব করছে। তিনি বলেন, অসংখ্য পোকামাকড়ে আকীর্ণ কক্ষটিতে বাস করা যেন নরকবাস। পোকামাকড়ের দংশনে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ঘাড়ে প্রচ্ল ব্যথা এবং বাঁ হাতটা অবিরাম ব্যথার কারণে শক্ত হয়ে উঠেছে। দুই পা ক্রমাগত ব্যথা হচ্ছে এবং সেগুলো ভারী হয়ে ফুলে উঠছে।

কিছুদিন আগে খালেদা জিয়ার চোখে অস্ত্রোপচার হয় জানিয়ে বিএনপির যুগ্ম মহসচিব রিজভী বলেন, বহু প্রাচীন দেয়ালগুলো থেকে ঝরে পড়া সিমেন্ট ও বালু এখন চোখ দুটোর অবস্থাকে খারাপের দিকে ঠেলে দিচ্ছে। ব্যথায় চোখ দুটো সব সময় লাল হয়ে থাকে। রুমটি ভেজা, স্যাঁতসেঁতে। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে তার প্রচ্ল কাশি হয়েছে। বারবার দাবি করা সত্ত্বেও খালেদা জিয়ার সুচিকিৎসার বন্দোবস্ত করা হয়নি- অভিযোগ করে তিনি বলেন, সরকারের চিকিৎসকদের পরামর্শও জেল কর্তৃপক্ষ কানে তোলেনি। কারণ, কর্তৃপক্ষের পেছনে দাঁড়িয়ে আছে সরকারি হুংকার। তাই এখনও তাকে অর্থোপেডিকস বেড দেওয়া হয়নি। বিশেষায়িত হাসপাতালে এমআরআই পরীক্ষা অগ্রাহ্য করেছে কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাম্ললীর সদস্য আবুল খায়ের ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিতি ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads