• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
জোসেফেই প্রমাণ সরকার সন্ত্রাসীদের

যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সংরক্ষিত ছবি

রাজনীতি

সংবাদ সম্মেলনে রিজভী

জোসেফেই প্রমাণ সরকার সন্ত্রাসীদের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ জুন ২০১৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শীর্ষ সন্ত্রাসী জোসেফকে মুক্তি দেওয়ার ঘটনায় প্রমাণ হয়েছে, এ সরকার জনগণের সরকার নয়; বরং এ সরকার গডফাদার, সন্ত্রাসী ও বেআইনি কাজের সঙ্গে জড়িতদের সরকার। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

যাবজ্জীবন সাজার আসামি নব্বইয়ের দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফ রাষ্ট্রপতির ক্ষমায় গত রোববার মুক্তি পেয়েছেন। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গ টেনে রিজভী আরো বলেন, সরকার প্রধানের ইচ্ছায় খালেদা জিয়ার জামিন আটকে রাখা হয়েছে। তিনি চান খালেদা জিয়াকে যতদিন পারা যায় ততদিন কষ্ট দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তরের জ্বালা ও বিদ্বেষের কারণে খালেদা জিয়াকে কারাগারে রাখা হচ্ছে। অথচ শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দিচ্ছে তার সরকার।

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাহউদ্দিন কাদের চৌধুরীর ভাই বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলার পর চট্টগ্রাম শহরে তাদের বাড়ি ‘গুডস হিলে’ হামলা ও ভাঙচুর হয়েছে। সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, হামলাটি চালায় ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও দর্শকের ভূমিকা পালন করে।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আরো অভিযোগ করেন, একদল পুলিশ হাজারীবাগ থানা বিএনপির সদস্য সচিব আবদুল আজিজের বাসায় গিয়ে বলেছে, তিন দিনের মধ্যে আজিজ থানায় না গেলে তাকে মেরে ফেলা হবে। আজিজকে অবিলম্বে আওয়ামী লীগে যোগ দেওয়ার চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় দিলকুশায় ‘দৈনিক দেশ জনতা’র অফিস অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে দাবি করে রিজভী বলেন, পত্রিকাটি বিরোধী দলের মালিকের হওয়ার কারণেই অবৈধ সরকারের পক্ষ থেকে দখল করা হলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads