• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি বিএনপির ষড়যন্ত্র

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ

সংরক্ষিত ছবি

রাজনীতি

প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি বিএনপির ষড়যন্ত্র

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০২ জুন ২০১৮

বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের যে হুমকি দিয়েছেন সেটি তার ব্যক্তিগত বক্তব্য নয়। এটি বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল শুক্রবার দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক, উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৮তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এ আলোচনা সভায় হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতা গিয়াস কাদের যদি বিএনপির ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি না বলতেন তাহলে গতকাল কীভাবে তিনি হুলিয়া মাথায় নিয়ে বিএনপির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। প্রশাসনকে বলব, অবিলম্বে তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে বিএনপি-জামায়াত যে ষড়যন্ত্র করছে তা বের করা হোক।

খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার ছিনিমিনি খেলছে-বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে সাবেক এই বনমন্ত্রী বলেন, জামিন দেওয়া এবং বাতিল করা আদালতের এখতিয়ার। এখানে সরকারের ভূমিকাটি কী তা আমার বোধগম্য নয়। আপনারা (বিএনপি নেতারা) যে প্রতিদিন সকাল-বিকাল মিথ্যাচার করছেন, বাংলাদেশের মানুষ এখন সচেতন- এই মিথ্যাচার করে কোনো লাভ হবে না।

আয়োজক সংগঠনের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আকতার হোসেন, জাতীয় পার্টির (জেপি) অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, অরুণ সরকার রানা প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads