• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
খালেকপত্নী বিনাভোটে এমপি

খুলনা সিটির নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেকের স্ত্রী ও আওয়ামী লীগ প্রার্থী হাবিবুন নাহার

সংগৃহীত ছবি

রাজনীতি

খালেকপত্নী বিনাভোটে এমপি

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ জুন ২০১৮

বাগেরহাট-৩ আসনে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন খুলনা সিটির নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেকের স্ত্রী ও আওয়ামী লীগ প্রার্থী হাবিবুন নাহার। গতকাল সোমবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার আনুষ্ঠানিকভাবে তাকে জয়ী ঘোষণা করেন।

সম্প্রতি ওই আসনটি ছেড়ে দিয়ে মেয়র নির্বাচনে অংশ নেন আবদুল খালেক। হাবিবুন নাহার এ নিয়ে দ্বিতীয়বারের মতো ওই আসনে সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর আগে ২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়ে একই আসনে জয়ী হয়েছিলেন তিনি। তখন খুলনা সিটির মেয়র থাকায় ওই আসনে নির্বাচন করতে পারেননি আবদুল খালেক।

নুরুজ্জামান তালুকদার জানান, বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে তার কাছে অফিসিয়াল কাগজ পাঠানো হয়েছে। একইসঙ্গে গেজেট প্রকাশের জন্য একটি কপি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

এই আসনে সংসদ সদস্য ছিলেন তালুকদার আবদুল খালেক। খুলনা সিটি করপোরেশন (খুসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র পদে লড়ার জন্য তিনি স্পিকারের কাছে সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি চান। এরপর স্পিকার তা মঞ্জুর করে নির্বাচন কমিশনকে চিঠি দিলে গত ১০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। আসনটিতে উপনির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে খালেকের স্ত্রী নাহারকে মনোনয়ন দেওয়া হয়।

এবার এ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চিত্রনায়ক শাকিল আহম্মেদও মনোনয়নপত্র কেনেন। কিন্তু নির্ধারিত সময়ে তিনি তা জমা দেননি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ জুন আসনটিতে উপনির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads