• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বাজেট জনমুখী নয় : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সংরক্ষিত ছবি

রাজনীতি

বাজেট জনমুখী নয় : রিজভী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ জুন ২০১৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রস্তাবিত বাজেট একটি প্রতারণার বাজেট। তাছাড়াও এ বাজেট জনমুখী নয় বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তাকে অগ্রাহ্য করা হয়েছে।  এর আগেও সার্বজনীন পেনশনের কথা বলা হলেও বাস্তবায়ন হয়নি। এই অবৈধ সরকার ডিজিটাল বাংলাদেশের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে। কিন্তু বাজেটে ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, গুগলের ব্যবহারের ওপর করারোপের প্রস্তাব করা হয়েছে। বিশ্বব্যাংকসহ দেশের অর্থনীতিবিদরা এবং বিশেষজ্ঞরা বলছেন, প্রবৃদ্ধি সাতের নিচে থাকে। বর্তমান পরিস্থিতিতে ৭.৮ প্রবৃদ্ধি অসম্ভব। কারণ, দেশে সুশাসন নেই, দেশি-বিদেশি বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই, বিদেশি রেমিটেন্স দিন দিন নিম্নগামী হচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads