• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
রাজি থাকলে মঙ্গলবার খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা : আইজি প্রিজন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

সংরক্ষিত ছবি

রাজনীতি

রাজি থাকলে মঙ্গলবার খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা : আইজি প্রিজন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ জুন ২০১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজি থাকলে কাল মঙ্গলবার সকালে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে নেয়া হবে বলে জানিয়েছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। সে অনুযায়ী সব প্রস্তুত রাখা হয়েছে বলে ও জানিয়েছেন তিনি।

আইজি প্রিজন বলেন, কারাবন্দী খালেদা জিয়া অসুস্থ্য হয়ে পড়লে সেখানে উপস্থিত ডিপ্লোমা নার্স এবং তার সহকারী ফাতেমা তাকে ধরেন। এরপর কিছু খাওয়ার পর তিনি সুস্থ্য বোধ করেন। পরীক্ষা-নিরীক্ষার পরই খালেদা জিয়ার অসুস্থ্যতার কারণ সম্পর্কে জানা যাবে।

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে আইজি প্রিজন বলেন, কারাগারের চিকিৎসকরা পর্যবেক্ষণ করে ইউনাইটেড হাসপাতালে তার কিছু স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। তবে কারা বিধিমালা অনুযায়ী সরকার সর্বোচ্চ স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকেই এসব পরীক্ষা করবে যদি সেখানে এসব সুযোগ-সুবিধা থাকে। সে বিবেচনায় দেশের সবচেয়ে ভালো প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু মেডিকেলে তাকে চিকিৎসার জন্য নেয়া হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবগুলো স্বাস্থ্য পরীক্ষাই সেখানে করা সম্ভব । তাই খলেদা জিয়াকে কাল সেখানে নেয়ার জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে।

খালেদা জিয়া প্রায় পাঁচ মিনিট অচেতন ছিলেন বিএনপির চিকিৎসকদের এমন দাবির প্রেক্ষেতে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজি প্রিজন বলেন, রোগীর বক্তব্যের ভিত্তিতে চিকিৎসকরা এই মন্তব্য করেছেন। তবে আমরা বলছি, তিনি পুরোপুরি অজ্ঞান হননি, কিছুটা ভারসাম্য হারিয়ে থাকতে পারেন। বাকি অবস্থাটা পরীক্ষা-নিরীক্ষার পরই বলা যাবে।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে ইচ্ছুক খালেদা জিয়া, তাকে চিকিৎসার জন্য কোথায় নেওয়া হবে পারে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আইজি প্রিজন বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া সম্ভব হলে কারাইবিধ অনুযায়ী সেখানেই রোগীর চিকিৎসা দেয়া হয়। যদি কোনো পরীক্ষা সরকারি হাসপাতালে করা সম্ভব না হয়, শুধু সে ক্ষেত্রে বেসরকারি হাসপাতালে নেয়া হয়। খালেদা জিয়ার সকল পরীক্ষা যেহেতু সরকারি হাসপাতালেই করা সম্ভব, তাই তাকে সেখানেই নেয়া হবে। সরকারি অর্থ খরচ করে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার বিধান জেল কোড অনুযায়ী নেই, তবে সরকার অনুমোদন দিলে সেটি হতে পারে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বঙ্গবন্ধু মেডিকেলে আনা হলে কিছু বিষয় নিয়ে তিনি আপত্তি তোলেন। এবার সে বিষয়গুলো বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে।

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ডিআইজি প্রিজন বলেন, খালেদা জিয়া আথ্রাইটিস, ডায়াবেটিক ও হাইপারটেনশনে ভুগছেন। আথ্রাইটিসের জন্য তিনি আগের মত চলাফেরা করতে পারেন না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads