• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বাকি তিন সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি : মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ

ছবি সংরক্ষিত

রাজনীতি

বাকি তিন সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি : মওদুদ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জুন ২০১৮

সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার ‘জাতীয় নাগরিক অধিকার মঞ্চ’ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা জানান।

মওদুদ আহমেদ বলেন, সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন হবে সরকারের জন্য পরীক্ষা। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, জনগণকে সেটা বোঝাতেই বিএনপি বাকি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে। বাকি তিন সিটি নির্বাচনেও যদি গাজীপুর ও খুলনার পুনরাবৃত্তি হয় তাহলে আমাদের জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে হবে।

নেতা-কর্মীদের উদ্দেশে মওদুদ আহমদ আরও বলেন, সরকার পতনের আন্দোলন শুরু হলে বিএনপির নেতা-কর্মীদের তখন আর বদ্ধ ঘরে থাকতে হবে না। তখন তাঁরা রাজপথে থাকবেন। কারণ, কোনো স্বৈরাচার সরকারের পতন নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে হয় না।

আয়োজক সংগঠনের সভাপতি নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, নাজিম উদ্দীন মাস্টার, খালেদা ইয়াসমিন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads