• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সিদ্ধান্ত ছাড়াই শেষ জোটের বৈঠক

বিএনপি নেত্রীর গুলশান কার্যালয়ে গতকাল ২০ দলীয় জোটের সভা

ছবি : বাংলাদেশের খবর

রাজনীতি

জামায়াত অনড়

সিদ্ধান্ত ছাড়াই শেষ জোটের বৈঠক

২০ দল একক প্রার্থীর পক্ষেই কাজ করবে : নজরুল ইসলাম খান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ জুলাই ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী তাদের নিজস্ব প্রার্থী রাখার বিষয়ে এখনো অনড়। একই সঙ্গে তারা বিএনপিসহ জোটের শরিকদেরও সমর্থন চান। জামায়াতের এমন অনড় মনোভাবে সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নেতাদের বৈঠক। গতকাল বুধবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক শেষে বাংলাদেশের খবরকে এ কথা জানান বৈঠকে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক জোটের এক নেতা।

ওই নেতা বলেন, বৈঠকে জামায়াতের নেতা জানিয়েছেন দলীয় ফোরামে আলোচনা করে তারা সিদ্ধান্ত জানাবেন। তবে সিলেটের বিষয়ে তাদের মনোভাব অনমনীয়। যদিও জোটের শরিক অন্যান্য দল জামায়াতকে তাদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য অনুরোধ করে। এমনকি জোটের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই মনোনয়ন জমা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জোটের শরিক দলের নেতারা।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা আবদুল হালিম জোটের বৈঠকের আগেই বিএনপির পক্ষে প্রার্থী ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি জামায়াতের অন্য নেতারা ভালোভাবে নেননি বলেও বৈঠকে জানিয়েছেন তিনি।  

সিলেটে বিএনপি মনোনয়ন দিয়েছে বর্তমান মেয়র আরিফুল হককে। অন্যদিকে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তারা দুজনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, তিন সিটিতে একক প্রার্থীর পক্ষে কাজ করতে ২০ দল সম্মত হয়েছে। একক প্রার্থীর পক্ষে জোটের প্রতিটি নেতাকর্মী সমন্বিতভাবে কাজ করবে।

সিলেটে জামায়াতের প্রার্থীকেই সমর্থন দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে। প্রার্থী তো প্রত্যাহারের সময় শেষ হয়ে যায়নি। পরবর্তী সময়ে সে বিষয়ে জোটের মতামত তুলে ধরা হবে।

জামায়াত যদি প্রার্থিতা প্রত্যাহার না করে সে ক্ষেত্রে বিএনপির প্রার্থী কি নির্বাচনে লড়বেন- জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, আগেই বলা হয়েছে ৩ সিটিতে ২০ দল একক প্রার্থীর পক্ষে কাজ করবে। এখানে আলাদা কোনো প্রার্থী থাকবে না।

নজরুল ইসলাম খান বলেন, বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির দৃঢ় অবস্থানের সঙ্গে একমত হয়েছেন জোটের নেতারা। এ ছাড়া তার জামিন নিয়ে সরকার যে ছলচাতুরী করছে তার প্রতিবাদ জানিয়েছে ২০ দলীয় জোট।

এ ছাড়া গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে ২০ দল নতুন নির্বাচনের দাবি জানিয়েছে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন পুনর্গঠনেরও দাবি জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে পুলিশের পক্ষ থেকে যে তদন্তের কথা শোনা যাচ্ছে তাতে উদ্বেগ প্রকাশ করে নজরুল ইসলাম খান বলেন, ইউএনওদের নিয়ে সরকার যে গোপন তদন্ত করেছে তাতে ২০ দলের বৈঠকে উদ্বেগ জানানো হয়েছে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আছে। তবে তিন সিটিতেই একক প্রার্থীর পক্ষে কাজ করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বৈঠক শেষ হওয়ার আগেই বের হয়ে যান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম। তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সিলেটের প্রার্থীর বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেননি। তবে এখনো সময় আছে। নির্ধারিত সময়ের আগেই তারা সিদ্ধান্ত নেবেন। যেভাবেই হোক একক প্রার্থীর পক্ষে কাজ করবে ২০ দলীয় জোট।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির কোনো বৈঠক হয়েছে কি না জানতে চাইলে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, না সেভাবে বৈঠক হয়নি। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিব কনসার্ন আছেন, এটা তারা নিজেরাই জানিয়েছেন। তবে এখনো  জাতীয় নির্বাচনের ৫ মাস সময় বাকি আছে। 

বিকাল ৪টায় বৈঠক শুরু হয়। মির্জা ফখরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে অংশ নেন জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান ও খেলাফত মজলিস মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads