• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মেননকে দেখতে হাসপাতালে কাদের

হাসপাতালে চিকিৎসাধীন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননকে দেখতে হাসপাতালে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংগৃহীত ছবি

রাজনীতি

মেননকে দেখতে হাসপাতালে কাদের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ জুলাই ২০১৮

পায়ের হাড় ভেঙে হাসপাতালে চিকিৎসাধীন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননকে দেখতে হাসপাতালে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে গিয়ে গতকাল শনিবার মেননের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।

এ ছাড়া এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, কবি কাজী রোজী এমপিসহ নিজ দল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মেননকে দেখতে যান।

রাজধানীর মিন্টো রোডের বাসভবনের সামনের রাস্তায় গত বৃহস্পতিবার সকালে হঠাৎ পিছলে পড়ে যান সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এতে তার বাম পায়ের হিপ জয়েন্টের (কোমরের দিকে পায়ের হাড়ের সংযোগ) হাড় ভেঙে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads