• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কার্লাইলকে ফিরিয়ে দেওয়ার খবরে ফখরুলের বিস্ময়

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবী লর্ড কার্লাইল

সংরক্ষিত ছবি

রাজনীতি

কার্লাইলকে ফিরিয়ে দেওয়ার খবরে ফখরুলের বিস্ময়

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৮

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবী লর্ড কার্লাইলকে দিল্লি বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার খবরে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ বিস্ময় প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। লর্ড কার্লাইলকে ভারতের ফিরিয়ে দেওয়ার ঘটনা তাদের মুক্তচিন্তা অনুশীলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, বিএনপি মনে করে খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অন্যায়ভাবে কারারুদ্ধ করেছে ক্ষমতাসীন সরকার। এদেশে গণতন্ত্র অনুশীলনে যে বাধা সৃষ্টি করা হচ্ছে তার প্রতিবাদ জানানোর জন্য লর্ড কার্লাইল দিল্লিতে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন। বাংলাদেশ সরকার তাকে ভিসা না দেওয়ার কারণেই লর্ড কার্লাইল ভারতে আসতে চেয়েছিলেন। তাকে ভারতে প্রবেশ করতে না দেওয়ায় বিএনপি মর্মাহত হয়েছে।

বাংলাদেশে চলমান স্বৈরতান্ত্রিক দুঃশাসনের বিরুদ্ধে জনগণের অব্যাহত আন্দোলনের প্রতি মুক্ত বিশ্বের সমর্থন থাকবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads