• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
‘প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

সংরক্ষিত ছবি

রাজনীতি

‘প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৮

প্রতিবাদ নয়, সরকারের বিরুদ্ধে এখন প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এই প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। গতকাল রাজধানীর এফডিসি মোড়ে কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করে এলডিপি।

গত বৃহস্পতিবার কুমিল্লার চান্দিনায় ‘ড. রেদওয়ান আহমেদ কলেজ’-এর নতুন ভবন উদ্বোধন করতে গেলে সেখানে দুর্বৃত্তদের হামলার শিকার হন অলি আহমদ। জোট নেতার ওপর হামলার নিন্দা জানিয়ে জোটের প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, বিএনপি এখন প্রতিবাদ করছে, আগামী দিনেও করবে। কিন্তু শুধু প্রতিবাদে এই সরকারের অনাচার, নির্যাতন বন্ধ হবে বলে মনে হয় না। প্রতিরোধ গড়ে তুলতে হবে তাদের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে। আগামী দিনে সেই বিষয়টি মাথায় রেখেই ২০ দলীয় জোট সিদ্ধান্ত নেবে।

ড. রেদওয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীক ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, এনপিপির  চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, ডিএল-এর সাধারণ সম্পাদক সাঈফুদ্দিন আহমেদ মনিসহ ২০ দলীয় জোটের অন্য নেতারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads