• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
কার্লাইলকে ফিরিয়ে দেওয়া ভারতের নিজস্ব ব্যাপার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংরক্ষিত ছবি

রাজনীতি

গাজীপুরে সাংবাদিকদের কাদের

কার্লাইলকে ফিরিয়ে দেওয়া ভারতের নিজস্ব ব্যাপার

  • গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৮

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড আলেক্সান্দার কার্লাইলকে ভারতে ঢুকতে না দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো হাত নেই। এটা ভারতের নিজস্ব ব্যাপার। আমাদের ব্যাপার নয়।

গতকাল শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৪ লেন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, ভারতে কে আসবে কে আসবে না, ভারতে আসতে কার অনুমতি লাগবে, কীভাবে অনুমতি নিতে হবে, এটা ভারতের নিজেদের নিয়মকানুনের বিষয়। ভারতের নিজেদের সিদ্ধান্তের বিষয়।’

সেতুমন্ত্রী বলেন, ভারতের ফরেইন অফিস থেকে বলা হয়েছে, তার (কার্লাইল) প্রয়োজনীয় ডকুমেন্টে ঘাটতি রয়েছে। এ কারণে আইনজীবী লর্ড কার্লাইলকে অনুমতি দেওয়া হয়নি। এ অনুমতির ব্যাপারটা সম্পূর্ণভাবে ভারত সরকারের। এখানে বাংলাদেশ সরকারের কোনো প্রকার সম্পৃক্ততা নেই।

কার্লাইলের ভিসা ইস্যুকে ভারতের অভ্যন্তরীণ বিষয় আখ্যায়িত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, ‘এখানে বাংলাদেশ সরকার কেন ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করবে? এটা যদি বাংলাদেশের বিষয় হতো তাহলে কি ভারত ইন্টারফেয়ার করত? তাহলে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা কেন নাক গলাতে যাব। এখানে আমাদের নাক গলানোর কোনো বিষয় নেই। এটা সম্পূর্ণভাবে ভারতের ইন্টারনাল (অভ্যন্তরীণ) ব্যাপার।’

গত বুধবার যুক্তরাজ্যের উচ্চকক্ষ পার্লামেন্ট হাউজ অব লর্ডসের সদস্য ও আইনজীবী লর্ড আলেক্সান্দার কার্লাইলের ভিসা বাতিল করে ভারত সরকার। ফলে নয়াদিল্লি বিমানবন্দর থেকে ফিরে যেতে হয় তাকে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আবারো আশ্বস্ত করতে চাই স্বাধীন, নিরপেক্ষ ও কর্তৃত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের যে নিয়মকানুন, আচরণবিধি আমরা সরকারি দলের পক্ষ থেকে সব মেনে চলব। আগামী তিনটি নির্বাচন- রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনও নিরপেক্ষ ও অবাধ হবে। সরকারের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ করা হবে না।’

সড়কের উন্নয়নকাজ পরিদর্শন তার (কাদের) আসন্ন কোরবানির ঈদযাত্রার প্রস্তুতিমূলক পরিদর্শন জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমরা ঈদ প্রস্তুতি শুরু করলাম। এই লাইনটা গুরুত্বপূর্ণ বিশেষ করে ঢাকা-গাজীপুর, গাজীপুর-টাঙ্গাইল রুটে সমস্যা হয়। তবে রমজানের ঈদের সময় যাত্রা অনেক স্বস্তিদায়ক ছিল। আমার বিশ্বাস, এবার ঈদে গতবারের ঈদের চেয়ে যাত্রাটা আরো স্বস্তিদায়ক হবে। ওই সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোর লেন অংশের নির্মাণাধীন ২৩টি সেতু দিয়ে গাড়ি চলবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন সাসেক প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জিকরুল হাসান, ঢাকা বিভাগীয় সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, সড়ক বিভাগের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুস সবুর, গাজীপুর পুলিশ সুপার হারুন অর রশিদ প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads