• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
নিজেদের ব্যর্থতাও মানছেন বিএনপির কেউ কেউ

ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইল

সংরক্ষিত ছবি

রাজনীতি

লর্ড কার্লাইলকে ভারতে ঢুকতে না দেওয়া

নিজেদের ব্যর্থতাও মানছেন বিএনপির কেউ কেউ

  • রেজাউল করিম লাবলু
  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৮

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে ভারতে ঢুকতে না দেওয়ায় হতাশ ও বিস্মিত বিএনপি। দলের নেতারা মনে করছেন, এর মধ্য দিয়ে বাংলাদেশ বিষয়ে দিল্লির মনোভাব বোঝা গেছে। দেশের জনগণও ভারতের বার্তা বুঝেছে। তবে এ নিয়ে বিএনপিরই কোনো কোনো নেতা দলের ব্যর্থতার কথাও বলছেন। তাদের মতে, প্রতিবেশী দেশটির সঙ্গে বিএনপির সম্পর্ক উন্নয়ন করতে চাইলে ভারতের আস্থাভাজন নেতাদের দায়িত্ব দিতে হবে। পাশাপাশি দিল্লির সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যারা কাজ করছেন, তাদের বিশ্বাস করে না দেশটি।

বিএনপি নেতারা বলছেন, দিল্লির পক্ষ থেকে বার বার বলা হচ্ছে, তারা দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কের উন্নয়ন চায়। কিন্তু বাস্তবে দেখা গেল, ভারত সরকার ভোটারবিহীন অনৈতিক সরকারের চাপে খালেদা জিয়ার নিযুক্ত আইনজীবী লর্ড কার্লাইলকে দেশে ঢুকতে দেয়নি।

জানতে চাইলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের খবরকে বলেন, এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছে। তারা ভারত সরকারের এমন সিদ্ধান্তে হতাশ ও বিস্মিত।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক বাংলাদেশের খবরকে বলেন, লর্ড কার্লাইলকে ভারতে ঢুকতে না দেওয়ায় একটি বিষয় পরিষ্কার হয়েছে, বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি তাদের সমর্থন রয়েছে। ভারতের পক্ষ থেকে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক স্থাপনের বিষয়টি কথার কথা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা ও সাবেক সচিব বাংলাদেশের খবরকে বলেন, হয় ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে হবে নয়তো দেশের রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে হবে। অবস্থান মজবুত থাকলে তখন অন্যরাও বিএনপিকে গুরুত্ব দেবে।

কারাবন্দি খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও এই মামলায় তার সাজা দেওয়ার বিষয়টি নিয়ে লর্ড কার্লাইল ভারতে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন। কিন্তু ১১ জুলাই রাত ১১টার দিকে তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে ভারতের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে জানান তার ভিসা বাতিল করা হয়েছে। তাকে ফিরতি ফ্লাইটে লন্ডন পাঠিয়ে দেওয়া হয়।

পরদিন ১২ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার জানান, লর্ড কার্লাইল যে কারণ দেখিয়ে ভিসার আবেদন করেছিলেন, তার সফরের উদ্দেশ্যের সঙ্গে তা না মেলায় ভিসা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। লর্ড কার্লাইল ভারত-বাংলাদেশ সম্পর্কে ভুল বোঝাবুঝি সৃষ্টির চেষ্টা করেছেন- এমন সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। এমনকি তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের বিরোধী দলের (বিএনপি) সম্পর্কের মধ্যেও সন্দেহ তৈরি করতে চাইছেন বলে রবীশ কুমার দাবি করেন।

ভারত সরকারের এমন মনোভাবের জন্য নিজেদের দলকেই দায়ী করেছেন খোদ বিএনপিরই এক প্রবাসী নেতা। তিনি বাংলাদেশের খবরকে বলেন, লর্ড কার্লাইল বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিপক্ষে ছিলেন। ওই ট্রাইব্যুনালে যাদের সাজা দেওয়া হয়েছিল, তাদের পক্ষে লড়তে তিনি ঢাকায় আসতে চেয়েছিলেন। সেই আইনজীবী যখন আবার খালেদা জিয়ার মামলা নিয়ে কথা বলতে ভারতে আসতে চাইলেন তখন দিল্লি স্বাভাবিকভাবেই রুষ্ট হয়ে তার ভিসা বাতিল করেছে। তা ছাড়া ভারতে গিয়ে সে দেশের সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছেন শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

তিনি বলেন, যুক্তরাজ্যে কিংবা ভারতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেক আইনজীবী আছেন। তাদের কাউকে খালেদা জিয়ার আইনজীবী হিসেবে নিয়োগ দিলে বিএনপি সুবিধা পেত। সে ক্ষেত্রে ভারত এমন জটিলতা তৈরি করতে পারত না। এটি বিএনপির একটি ভুল সিদ্ধান্ত।

প্রবাসী ওই নেতা আরো বলেন, ভারত সরকার যে বাংলাদেশ সরকারকে সব বিষয়ে সমর্থন দেয়, তা নয়। বরং বাংলাদেশের সরকার বিভিন্নভাবে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সফরের আমন্ত্রণ জানায়। পাশাপাশি ঢাকা থেকে প্রতিনিধিরা নিয়মিত দিল্লি সফর করেন। এতে করে তাদের আন্তরিকতা বাড়ে। বিএনপি এমনটা করে না। তা ছাড়া বিএনপি পারস্পরিক সম্পর্ক উন্নয়নে যাদের দায়িত্ব দেয় তাদের ভারত বিশ্বাস করতে পারে না। যোগ্য লোককে দায়িত্ব দিলে এমনটা হতো না। সম্পর্ক উন্নয়নে পারস্পরিক যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। এতে দেশে বিএনপির নেতাকর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ জনগণও উপকৃত হতো।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক ভাইস চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেসব উপদেষ্টা আছেন, তাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রয়েছে। আর বিএনপির পররাষ্ট্র বিষয়গুলো যারা দেখেন তাদের বিদেশে তো দূরের কথা, দেশের মধ্যেই গ্রহণযোগ্যতা নেই। তারা দক্ষও নন। লড়াই শেয়ানে শেয়ানে হতে হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads