• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
কোটা সমস্যার সমাধান ‘রাইট ট্র্যাকেই’ আছে

ওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংরক্ষিত ছবি

রাজনীতি

সাংবাদিকদের ওবায়দুল কাদের

কোটা সমস্যার সমাধান ‘রাইট ট্র্যাকেই’ আছে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৮

সরকারি চাকরিতে কোটা সমস্যার সমাধান ‘রাইট ট্র্যাকেই’ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ জন্য তিনি আন্দোলনকারীদের আরো ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মহাখালীর সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ওই বৈঠকের আলোচনা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, কোটা সমস্যার সমাধানে সরকার এখন একেবারে রাইট ট্র্যাকে আছে। এখানে ফর্মালি একটা কমিটি গঠন করা হয়েছে কেবিনেট সেক্রেটারির নেতৃত্বে। এই কমিটি খোঁজখবর নিচ্ছে, অন্যান্য দেশেরও তথ্য উপাত্ত সংগ্রহ করছে। আমার মনে হয় বিষয়টা দ্রুত এগিয়ে যাচ্ছে।

কোটা সংস্কার আন্দোলন সমস্যার ইতিবাচক সমাধানে আশাবাদী সেতুমন্ত্রী বলেন, আমি কোটা সংস্কার আন্দোলনকারীদের অনুরোধ করব ধৈর্য ধরার জন্য। প্রধানমন্ত্রী যে স্টেপ নিয়েছেন তার প্রতি আস্থা রেখে আরেকটু ধৈর্য ধরতে হবে।

আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে। তবে দলটিকে নির্বাচনে নিয়ে আসতে আওয়ামী লীগ আগ বাড়িয়ে কোনো ব্যবস্থা নেবে না।

এদিকে, ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচন যতটা সম্ভব অনিয়মমুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট। ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত এমন আহ্বান জানান। বার্নিকাট বলেন, ওয়াশিংটন কখনো আলোচনার দরজা বন্ধ করে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এটা যেকোনো শাসনব্যবস্থা থেকে ভালো।

এ প্রসঙ্গে সেতুমন্ত্রী জানান, তিনি রাষ্ট্রদূতকে বলেছেন সরকার বরাবর একই অবস্থানে আছে, অনিয়ম যেখানে সেখানে নির্বাচন কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তারা (নির্বাচন কমিশন) যদি আরো অন্য অনিয়মের বিষয়ে তদন্ত করতে চায়, সেটা করবে। সামনের নির্বাচনগুলো যেন আরো ভালো হয়, সে ব্যাপারে নির্বাচন কমিশনই নজর দিতে পারে। সরকার এ ব্যাপারে সব রকমের সহযোগিতা করবে।

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে দুশ্চিন্তামুক্ত থাকতে বলেন ওবায়দুল কাদের। দেশটির ইচ্ছামাফিক নির্বাচন পর্যবেক্ষকও পাঠাতে বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ওয়াশিংটন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনগুলো যতটা সম্ভব অনিয়মমুক্ত করার জন্য সরকারের অবস্থান জানতে চেয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত বার্নিকাট।

কোটা আন্দোলনের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য নিয়ে কাদের বলেন, আমি শুধু এটুকু বলেছি দেখুন, আমরা অন্য দেশের এবং ওয়াশিংটনেরও অভ্যন্তরীণ বিষয় নিয়ে কখনো কোনো মন্তব্য করি না। আমরা অন্য দেশের  কোনো বিষয়ে নাক গলানো সমীচীন বলে মনে করি না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কোনো ঘাটতি নেই বলেও দাবি করেন সেতুমন্ত্রী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads