• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
সাক্ষাৎ পাননি স্বজনরা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

সংরক্ষিত ছবি

রাজনীতি

খালেদার জ্বর

সাক্ষাৎ পাননি স্বজনরা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৮

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ। তিনি জ্বরে ভুগছেন, তার শরীরে ব্যথাও রয়েছে। আর এ কারণেই স্বজনরা কারাগারে গেলেও তিনি দেখা করতে পারেননি। গতকাল বিকালে কারাগার থেকে বেরিয়ে এসে গণমাধ্যমের কাছে এসব কথা বলেন খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম।

কারা কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় গত ১৪ দিন খালেদার সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করতে পারেননি। এরপর গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে পরিবারের সদস্যরা কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে যান। তাদের মধ্যে সেলিমা ইসলাম ছাড়াও ছিলেন তার স্বামী রফিকুল ইসলাম ও তারেক রহমানের স্ত্রীর বড় বোন। কিছু আনুষ্ঠানিকতা শেষে ৫টার দিকে তারা কারাগারে প্রবেশ করেন। বিকাল ৬টার দিকে সবাই কারাগার থেকে বের হয়ে আসেন।

এ সময় বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়া জ্বরে ভুগছেন। তার শরীরেও ব্যথা রয়েছে। এ কারণে তিনি দোতলা থেকে নেমে নিচতলায় আসতে পারেননি। তাই তারা কারাগারে গেলেও তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি।

এর আগে গত বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ১১ দিন ধরে কারাবিধির নানা অজুহাত দেখানো হচ্ছে। পরিবারের সদস্যদের সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হচ্ছে না।              

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আখতারুজ্জামান। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। এ মামলায় তার জামিন হলেও অন্য মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় মুক্ত হতে পারছেন না তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads