• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বহিরাগতদের হামলায় খুলনা আইনজীবী সমিতির সভা পণ্ড

খুলনা জেলা আইনজীবী সমিতির সভা পণ্ড

সংগৃহীত ছবি

রাজনীতি

বহিরাগতদের হামলায় খুলনা আইনজীবী সমিতির সভা পণ্ড

  • খুলনা ব্যুরো
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৮

বহিরাগতদের হামলায় খুলনা জেলা আইনজীবী সমিতির সভা পণ্ড হয়ে গেছে। সমিতির নির্মিত বঙ্গবন্ধু ভবনে ১ কোটি ৩ লাখ ৩৯ হাজার ৩৫০ টাকা ভুয়া ভাউচার দিয়ে আত্মসাতের বিষয়ে গতকাল সোমবার সমিতির সাধারণ সভা আহ্বান করা হয়। হামলায় একজন আইনজীবী আহত হয়েছেন।
জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির সভাপতি ও পিপি কাজী আবু শাহিনের সভাপতিত্বে গতকাল সভা শুরু হলে সাধারণ সম্পাদক মোল্লা মশিউর রহমান নান্নু স্বাগত বক্তব্য দেন। এরপর সভার সভাপতি অডিট কমিটির জমা দেওয়া রিপোর্টের ওপর বিস্তারিত আলোচনা করেন। সভা শুরুর ২০ মিনিট পর একদল বহিরাগত জয় বাংলা স্লোগান দিয়ে সভাস্থলে প্রবেশ করে। অপ্রীতিকর ঘটনায় শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হলে সভার সভাপতি আগামী সোমবার পর্যন্ত সভা মুলতবি ঘোষণা করেন। একপর্যায়ে বহিরাগত এবং আইনজীবী সমিতির সাবেক সভাপতি সরদার আনিছুর রহমান পপলু ও তার অনুসারীদের চাপের মুখে অডিট প্রতিবেদন গ্রহণযোগ্য নয়- যুক্তি দেখিয়ে সভাপতি সভার কাজ শেষ করেন।
সাধারণ সম্পাদক মোল্লা মশিউর রহমান নান্নু বলেন, বহিরাগতদের আক্রমণের ঘটনা নজিরবিহীন। প্রহূত আইনজীবী বিধান ঘোষ জানান, বহিরাগতদের মারমুখী ছবি তোলার জন্য তাকে বেধড়ক মারপিট করা হয়।
বঙ্গবন্ধু ভবন নির্মাণের জন্য ২০১৬ সালের ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৩ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। জেলা আইনজীবী সমিতির চার সদস্যের তদন্ত কমিটি গত ১১ জুন এ সম্পর্কিত একটি প্রতিবেদনে বঙ্গবন্ধু ভবন নির্মাণে ১ কোটি ৩ লাখ ৩৯ হাজার ৩৫০ টাকা আত্মসাতের কথা উল্লেখ করেন। তদন্ত কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক এসএম মঞ্জুরুল আলম, সদস্য আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আবদুল মালেক, চিশতি সোহরাব হোসেন শিকদার ও এমএম মুজিবর রহমান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads