• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

রাজনীতি

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদার বৈঠক

  • প্রকাশিত ২৬ জুলাই ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও তৃণমূল বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহম্মদ আবু নাসের জানান, আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সেতুমন্ত্রীর অফিসে তাদের পৃথক বৈঠক হয়।

আবু নাসের জানান, বেলা সাড়ে তিনটার দিকে কাদের সিদ্দিকী সচিবালয়ে যান। সেখানে তিনি ৩০ মিনিটের মতো ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেন।
এরপর বিকেল চারটার দিকে একই স্থানে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন বিএনপির সাবেক মন্ত্রী ও নতুন রাজনৈতিক জোট, বিএনএর সভাপতি নাজমুল হুদা।
তবে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানাতে পারেননি ওই কর্মকর্তা।
এর আগে গত মঙ্গলবার সকালে পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে গিয়ে পার্টি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কোটা আন্দোলন ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে শাহ আলম সাংবাদিকদের জানান। তবে ওবায়দুল কাদের বলেছেন, সিপিবি অফিসে সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads