• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ধানের শীষের জন্য কাজ করার আহ্বান সেলিমের

বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীক

সংরক্ষিত ছবি

রাজনীতি

হাসপাতাল থেকে ভিডিও বার্তা

ধানের শীষের জন্য কাজ করার আহ্বান সেলিমের

  • আবু তাহের চৌধুরী, সিলেট
  • প্রকাশিত ৩০ জুলাই ২০১৮

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীকে সমর্থন জানিয়ে নেতাকর্মীদের ধানের শীষের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন নির্বাচন থেকে সরে দাঁড়ানো দলটির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম। সিলেট মহানগর বিএনপির এই সাধারণ সম্পাদক গতকাল রোববার হাসপাতাল থেকে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান। অসুস্থ সেলিম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করা ভিডিও বার্তায় সেলিম বলেন, ‘আমি ইচ্ছায়-অনিচ্ছায় আমার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কটূক্তি করেছি, তাদের মনে অনেক দুঃখ দিয়েছি। আপনারা সবাই আমাকে মাফ করে দেবেন। তিনি আরো বলেন, আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিলেট সিটি করপোরেশন নির্বাচন। আমাদের মধ্যে অনেক মতবিরোধ থাকতে পারে, দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে সব কিছু ভুলে, সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করতে হবে। ভিডিও বার্তায় সেলিম সব বাধা-বিপত্তি উপেক্ষা করে সবাইকে ৩০ তারিখের নির্বাচনে ধানের শীষের পক্ষে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।’ সেলিম আরো বলেন, ‘যদি সুস্থ হয়ে উঠি তাহলে আমিও ৩০ জুলাই আপনাদের সঙ্গে ভোটের মাঠে যোগ দেব।’

প্রসঙ্গত, বদরুজ্জামান সেলিম সিসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাসগাড়ি প্রতীক নিয়ে ৯ দিন প্রচারও চালিয়েছিলেন। তবে ১৯ জুলাই এক সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান সেলিম। এরপর ২১ জুলাই গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেলিম উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads