• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ব্যালটের হিসাব চেয়ে ভোটকেন্দ্রে অবস্থান নিয়েছেন বুলবুল

ভোট কেন্দ্রের বাইরে অবস্থান নিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।

ছবি: সংগৃহীত

রাজনীতি

ব্যালটের হিসাব চেয়ে ভোটকেন্দ্রে অবস্থান নিয়েছেন বুলবুল

  • রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত ৩০ জুলাই ২০১৮

রাজশাহী নগরের ৩০ নম্বর ওয়ার্ড ইসলামিয়া কলেজ কেন্দ্রের বাইরে অবস্থান নিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।তার অভিযোগ ওই কেন্দ্রে মেয়র প্রার্থীর ব্যালট শেষ হয়ে গেছে।

সোমবার দুপুর ১২টার দিকে এ কেন্দ্রে ব্যালট পেপার ফুরিয়ে গেছে এমন খবর পাওয়ার পর  তিনি অবস্থান নেন।

তবে এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহিল সাফি।

এর আগে সকাল ৮টায় এই সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত। 

রাজশাহী সিটি করপোরেশনে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন ও নারী ১ লাখ ৬২ হাজার ৫৩জন। ভোট কেন্দ্র ১৩৮টি ও ভোট কক্ষ ১ হাজার ২৬টি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads