• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন বিএনপির

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংরক্ষিত ছবি

রাজনীতি

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন বিএনপির

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ আগস্ট ২০১৮

নিরাপদ সড়ক চেয়ে ছাত্রদের আন্দোলন ন্যায়সঙ্গত দাবি করে আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি। একই সঙ্গে দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর গত কয়েক দিনের ঘটনা নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ অভিযোগ করে সরকারের পদত্যাগ দাবি করেছে দলটি। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, আজ সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনজীবনকে বিপর্যস্ত করে ফেলা হয়েছে। কারো জীবনের নিরাপত্তা নেই। সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে দেশে একের পর এক অঘটন ঘটলেও অনির্বাচিত, অবৈধ এই সরকার তা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। তাই জনগণকে এই সরকারের পতন আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে বিএনপি। অবিলম্বে সরকারের পদত্যাগও দাবি করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, কোমলমতি শিক্ষার্থীরা যে দাবিতে রাজপথে নেমেছে তা যৌক্তিক। বিএনপি তাদের এ দাবিকে সমর্থন জানায়।

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সঙ্গে জড়িত থাকায় জিয়াউর রহমানের বিচারটা করে যেতে পারলাম না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি বলতে পারে শেখ হাসিনা দেশে আসার ১৭ দিন পর জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। জিয়াউর রহমান দেশের কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। শিক্ষার্থীদের বিক্ষোভকে ভিন্ন খাতে ফেরানোর জন্যই সরকারপ্রধান জিয়াউর রহমানকে নিয়ে বিভ্রান্তিমূলক এ কথা বলেছেন বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, জিয়াউর রহমান ইস্যুকে সামনে নিয়ে এলে কেঁচো খুঁড়তে অনেক সাপ বেরিয়ে আসতে পারে। সুতরাং অযথা যেটা সত্য নয়, সেটাকে সত্য বানানোর চেষ্টা করবেন না। কোনোমতে যিনি রাষ্ট্রের দায়িত্বে আছেন, তার জন্য এটা সমীচীন নয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে। কিন্তু সব তো একজনের গায়ের ওপর দিয়েই চলে যাচ্ছে। সড়কমন্ত্রী কি তার দায়িত্ব অস্বীকার করতে পারেন?

সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবে সেই সন্তানেরা গত বুধবার যা করেছে, যেভাবে গাড়িচালকদের লাইসেন্স দেখেছে তাদের কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন জানায়। আমরা যেটা পারিনি সেটা তারা করে দেখিয়েছে।’

দেশে সড়ক পরিবহনে একটা বিশৃঙ্খলা চলছে মন্তব্য করে স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, রাজধানীতে টেম্পু চালকদের বয়স ১৪-১৫ বছর। অথচ দেখার কেউ নেই। পরিবহন খাতের সংস্কারে সরকার যে আইন করতে যাচ্ছে তার জন্য কিছু প্রস্তাবও করেন সাবেক এই পরিবহন মালিক নেতা।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আতাউর রহমান ঢালী, আবুল কালাম আজাদ, আমান উল্লাহ আমান, আসাদুল করীম শাহীন, রফিক সিকদার, নাজিম উদ্দিন আলম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads