• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বিএনপি মাঠে নামলে সরকার পালাবে -নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

সংরক্ষিত ছবি

রাজনীতি

বিএনপি মাঠে নামলে সরকার পালাবে -নজরুল ইসলাম খান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ আগস্ট ২০১৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারের পায়ের তলায় মাটি নেই। এই অবস্থায় বিএনপি মাঠে নামলে সরকার নতি স্বীকার করে পালিয়ে যাবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইসলামিক পার্টি (বিআইপি) আয়োজিত ‘প্রশাসনিক হস্তক্ষেপ ও নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনকালীন ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সরকার নতি স্বীকার করেছে। কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের মুখেও তারা নতি স্বীকার করেছে। যতটা শক্তিশালী বলে সরকার নিজেকে জাহির করে, বাস্তবে মোটেও ততটা শক্তিশালী নয়। বর্তমান পরিস্থিতি ও অভিজ্ঞতা বলে এই মুহূর্তে বিএনপি রাস্তায় নামলে সরকার নতি স্বীকার করে পালিয়ে যাবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে পারলে সরকার নতি স্বীকার করবে। কারণ এই সরকারের নৈতিক কোনো ভিত্তি নেই। তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। তারা জোর করে ক্ষমতায় এসে পুলিশ প্রশাসন দিয়ে টিকে আছে। এ ধরনের সরকার আন্দোলনের মুখে টিকে থাকতে পারে না।

নজরুল ইসলাম খান আরো বলেন, এই সরকার স্বভাবজাতভাবে ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছে। সরকার রাগ-অনুরাগে কোনো সিদ্ধান্ত নেবেন না বলে শপথ করলেও কথা রাখে নাই।

বিআইপি সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিতে ্ব অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্টির মহাসচিব আবুল কাশেম, ডিএলের সাধারণ সম্পাদক সাইফ উদ্দীন মনি প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads