• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
‘শিক্ষার্থীরাও সরকারকে বিশ্বাস করে না’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সংরক্ষিত ছবি

রাজনীতি

‘শিক্ষার্থীরাও সরকারকে বিশ্বাস করে না’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ আগস্ট ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের হামলার নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীরাও সরকারকে বিশ্বাস করে না ।

রিজভী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে সরকার। তারপরও শিক্ষার্থীরা মাঠে রয়েছে। কারণ এই কোমলমতি শিক্ষার্থীরাও সরকারকে বিশ্বাস করে না।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শুধু পরিবহন সেক্টরেই ব্যর্থ নয়, দেশের সকল সেক্টরে এই সরকার ব্যর্থ। তাই সরকারের পদত্যাগের দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে।

‘পদত্যাগের দাবি শিক্ষার্থীদের নয়, বিএনপির’- নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই সরকারের মন্ত্রী-এমপিরা ক্ষমতাকে মনে করে অমল ধবল। তারা ক্ষমতাকে যক্ষের ধনের মতো আগলে রাখতে চায়।  স্কুল-কলেজের কিশোর-কিশোরীদের অভিনন্দন জানিয়ে রিজভী বলেন, শিক্ষার্থীরা অপশাসন, দুঃশাসন ও অব্যবস্থাপনার বিরুদ্ধে অভূতপূর্ব আন্দোলনে গড়ে তুলতে পেরেছে। রাজপথে ট্রাফিক অব্যবস্থাপনা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে যে সততা, নিষ্ঠা ও পরিশ্রম ছাড়া আর কিছু লাগে না, তা তারা মাত্র দুই দিন কাজ করে প্রমাণ করে দিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads