• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
চূড়ান্ত আন্দোলন চায় তৃণমূল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

সংরক্ষিত ছবি

রাজনীতি

বিএনপির বিষফোঁড়া জামায়াত

চূড়ান্ত আন্দোলন চায় তৃণমূল

কেন্দ্রীয় নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ আগস্ট ২০১৮

দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির তৃণমূল নেতারা। একই সঙ্গে তারা জাতীয় ঐক্যের মাধ্যমে চূড়ান্ত আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন। দলে সিনিয়র নেতাদের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন জেলা পর্যায়ের নেতারা। 

গতকাল শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের সাংগঠনিক জেলার সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতারা।

সকাল ১০টার দিকে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে বিকাল সাড়ে ৩টার দিকে দ্বিতীয় পর্বে ঢাকা, ময়মনসিংহ এবং ফরিদপুর বিভাগের নেতাদের সঙ্গে সভা হয়। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ বক্তব্য রাখেন। সভার প্রথম দিন গত শুক্রবার রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় হয়।

শনিবারের সভায় বিএনপির সিনিয়র নেতারা তৃণমূল নেতাদের কাছে আগামীর আন্দোলন, নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব চান। পরে ধারাবাহিকভাবে নিজ নিজ মতামত তুলে ধরেন জেলার নেতারা। দীর্ঘ বক্তব্যে তারা ক্ষোভ প্রকাশ করেন।

জেলার নেতারা বলেন, ‘আমরা দেখেছি-শুনেছি, কিছু কিছু নেতা নির্বাচনে যাওয়ার সুরে কথা বলেন। ক্ষমতাসীনদের সঙ্গে সখ্য রেখে চলেন। তাদের ভূমিকা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ।’ সরকারি টোপে বা মামলা-জেল জুলুমে ভীত হয়ে খালেদা জিয়াকে বন্দি রেখে কোনো নির্বাচনে অংশ না নেওয়ারও পরামর্শ দিয়ে তারা বলেন, গত কয়েকটি নির্বাচনে জোটের শরিকদের ভূমিকা কী ছিল তা পর্যালোচনা করে জোটকে আরো ঐক্যবদ্ধ করতে হবে।

এ সময় জামায়াতের ভূমিকা নিয়ে বিশেষ করে সিলেটে প্রার্থী দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তৃণমূল নেতারা বলেন, প্রয়োজনে দলটিকে বাদ দিয়ে দেশের অন্য দলগুলো নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

তবে সিলেটের নেতারা বলেন, জামায়াত এখন বিএনপির জন্য বিষফোঁড়া, তাদের ছাড়াই যে বিজয় সম্ভব তার প্রমাণ আমরা দিয়েছি। সংগঠন হিসেবে বিএনপিকে সুসংহত এবং জাতীয় ঐক্য করে চূড়ান্ত আন্দোলনের দিকে যাওয়ার পরামর্শ দেন বেশিরভাগ নেতা।

আন্দোলন ও নির্বাচন নিয়ে গত ২২ জুলাই সম্পাদকমণ্ডলীর সদস্যদের নিয়ে পৃথক সভা করেন দলের নীতিনির্ধারকরা। এর আগে দলপ্রধান খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা পরিষদ, যুগ্ম-মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের সভা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads