• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বার্নিকাটের ওপর হামলায় আ.লীগ সন্ত্রাসীরা : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংরক্ষিত ছবি

রাজনীতি

বার্নিকাটের ওপর হামলায় আ.লীগ সন্ত্রাসীরা : ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০১৮

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটের ওপর হামলায় ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা’ জড়িত বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ হামলাকে ‘যুক্তরাষ্ট্রের ওপর হামলার শামিল’ মন্তব্য করে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানান তিনি। গতকাল রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি আসে বিএনপির পক্ষ থেকে।

মির্জা ফখরুল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটের ওপর হামলার সঙ্গে আওয়ামী সন্ত্রাসীরা জড়িত। রাষ্ট্রদূতের ওপর হামলা দেশটির ওপর হামলার শামিল। এতে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন করেছে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুর বক্তব্যসমেত অডিওটির সপক্ষে অবস্থানের কথা জানান বিএনপি মহাসচিব। 

ফখরুল বলেন, শনিবার রাতে মার্কিন রাষ্ট্রদূত সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে গিয়েছিলেন। তার আগেই সেখানে আওয়ামী সন্ত্রাসীরা জড়ো হয়েছিল। তিনি বের হলে তার ওপর হামলা চালানো হয়। ‘শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথোপকথনে অপরাধ কোথায়?’  প্রশ্ন রেখে ফখরুল বলেন, সব দেশই তো তাদের পক্ষে। শিক্ষণীয় আন্দোলনে আগেই শিক্ষার্থীদের সমর্থন জানিয়েছি। দেশের সব রাজনৈতিক নেতা, পুলিশ, বুদ্ধিজীবী সবাই বলছে যৌক্তিক। তবে তার (আমীর খসরু) কথা বিকৃত করে ছেড়ে দেওয়ার আশঙ্কাই বেশি।

বিএনপি মহাসচিব বলেন, আমীর খসরুর কথোপকথনের জের ধরে শনিবার রাতে দুবার অভিযান চালানো হয়েছে তাকে গ্রেফতার করার জন্য। এটিকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতেও অভিযান চালানো হয়েছে। এগুলো সবই গণতান্ত্রিক আন্দোলনের ওপর অভিযানের শামিল। বিএনপিকে নিয়ে গত কয়েকদিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ভাষায় কথা বলছেন, এটি শুধু আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য।

চলমান আন্দোলন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোমলমতি শিক্ষার্থীরা জাতিকে শিক্ষা দিয়ে দিয়েছে। এবার আমরা যারা বড় আছি, তাদের মাঠে নেমে আসতে হবে। অবৈধ সরকার জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। এখন সরকার হটাতে ঐক্যবদ্ধ হয়ে বড়দেরই মাঠে নেমে আসতে হবে।

শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে বিএনপির শীর্ষ এ নেতা বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি, ধানমন্ডিতে নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। সারা দেশেই এ সন্ত্রাসী হামলা চালিয়েছে তারা। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ অনির্বাচিত স্বৈরাচারী সন্ত্রাসী দল। তাদের কাছে কোমলমতি শিক্ষার্থীদের জীবনের কোনো মূল্য নেই।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান,  চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads