• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
নির্বাচনে অনিয়ম হবে না এমন নিশ্চয়তা দেওয়া কঠিন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা

ছবি: সংরক্ষিত

রাজনীতি

নির্বাচনে অনিয়ম হবে না এমন নিশ্চয়তা দেওয়া কঠিন: সিইসি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ আগস্ট ২০১৮

জাতীয় নির্বাচনে অনিয়ম হবে না এমন নিশ্চয়তা দেওয়ার কঠিন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ মঙ্গলবার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ‘প্রতিবন্ধীদের ভোটাধিকার চ্যালেঞ্জ’ শীর্ষক  কর্মশালা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, জাতীয় নির্বাচনে কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করছি না। তবে পাবলিক নির্বাচনে অনিয়ম হবে না, এমন নিশ্চয়তা দেওয়ার সুযোগ আমার নেই, এটি কঠিন। যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার, আমরা করব। কোনো অসুবিধা হবে বলেও আমরা মনে করছি না।’

তিনি বলেন, ‘অক্টোবরের শেষের দিকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশনের সভায় এই তারিখ চূড়ান্ত করা হবে।’

নুরুল হুদা বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত ও সীমানা নির্ধারণের কাজ শেষ হয়েছে। এখন কেন্দ্র বাছাইয়ের কাজ চলছে।

সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম প্রসঙ্গে সিইসি বলেন, এ ধরনের নির্বাচনে অনিয়ম হয়েই থাকে। যেখানে বেশি অনিয়ম হয়েছে, সেখানে আমরা ব্যবস্থা নিয়েছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads