• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
নব্বইয়ের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান

সংরক্ষিত ছবি

রাজনীতি

আলোচনায় নোমান

নব্বইয়ের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ আগস্ট ২০১৮

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকার পরিবর্তনে নব্বইয়ের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নোমান বলেন, স্বৈরাচার এরশাদ সরকারের সময় তিন দিন আগেও বোঝা যায়নি, তিনি ক্ষমতাচ্যুত হবেন। সেদিনও এরশাদ কোনো একটা ব্রিজ উদ্বোধন করতে গেলে লক্ষাধিক মানুষ হয়েছিল। সেটা দেখে বোঝা যায়নি তিন দিন পরে তাকে চলে যেতে হবে।

তিনি বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদকে এরশাদ নিজেই বলেছিলেন- আমার প্রেসিডেন্টশিপ আপনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করেন। মওদুদ ৩-দলীয় জোটকে ক্ষমতা দেওয়ার জন্য প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের কাছে সেদিন ক্ষমতা দিয়েছিলেন। এসব কিছু কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে করতে হয়েছিল। তারা দৌড়ে পালিয়ে যাওয়ার জন্য সে কাজটা করেছিল। বাংলাদেশে আবারো সে অবস্থার সৃষ্টি হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads