• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
সরকার পরিবর্তনের শেষ সময় চলে এসেছে: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ

ছবি : ইন্টারনেট

রাজনীতি

সরকার পরিবর্তনের শেষ সময় চলে এসেছে: মওদুদ

  • প্রকাশিত ১০ আগস্ট ২০১৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরকার যে নির্যাতন করেছে তার জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে।’ তিনি বলেন, ‘আগামী দিনে বিএনপির আন্দোলন সফল হবে। বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না।’

তিনি আরো বলেন, এই সরকার পরিবর্তনের শেষ সময় এসে গেছে। দ্রুত বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন ঘটবে।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘শিক্ষার্থী ও সাংবাদিক নির্যাতন এবং বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা কেন?’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মওদুদ আহমদ। নাগরিক অধিকার আন্দোলন ফোরাম নামের একটি সংগঠন ওই সভার আয়োজন করে।

মওদুদ বলেন, ‘সবকিছু দেখে মনে হয় দেশে কোনো সরকার নেই। র‌্যাব আছে, পুলিশ আছে, কিন্তু কোনো সরকার আছে বলে মনে হয় না। মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলা করা হলো, কারা হামলা করেছে আমরা সবাই জানি। কিন্তু অপরাধী কি গ্রেপ্তার হয়েছে? বাংলাদেশ ব্যাংক থেকে আটশো কোটি টাকা পাচার হয়ে গেলে, স্বর্ণ থেকে শুরু করে কয়লা পর্যন্ত চুরি করা হলো। কিন্তু গ্রেপ্তার করা হয়নি কাউকে। সরকার থাকলে এগুলো হওয়ার কথা নয়।’

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘আমাদের নেত্রী কারাগারে, আমরা সবাই মামলায় জর্জরিত, আমাদের এমন কোনো নেতাকর্মী নেই, যারা কোনো মামলার আসামি নয়। কিন্তু তাতে কী হয়েছে? প্রকৃতির যে আইন, নিয়ম এগুলো নিজস্ব গতিতে চলে।’

‘নির্বাচনে অনিয়ম হতেই পারে’- প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের কড়া সমলোচনা করে মওদুদ বলেন, ‘এই কথা বলার পর তার (নির্বাচন কমিশনার) পদে থাকার কোনো যৌক্তিকতা নেই। অবিলম্বে আমরা তার পদত্যাগ দাবি করছি।’

সড়ক পরিবহন আইন প্রসঙ্গে মওদুদ বলেন, ‘শিক্ষার্থীর সঙ্গে রাজনৈতিক প্রতারণা করেছে সরকার, যে প্রতারণা তারা (সরকার) করেছিল কোটা আন্দোলনকারীদের সাথে।’

আলোকচিত্রী ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে গ্রেপ্তার প্রসঙ্গে মওদুদ বলেন, ‘শহীদুল আলমের ওপর যে অত্যাচার হয়েছে তা অকল্পনীয়। সরকার একেবারে বেপরোয়া হয়ে গেছে। জনগণের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। সেজন্য সব শ্রেণির মানুষের ওপর এতো নির্যাতন।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ বক্তব্য দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads