• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নির্বাচন বানচালের চক্রান্ত করছে বিএনপি: ওবায়দুল

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংগৃহীত ছবি

রাজনীতি

নির্বাচন বানচালের চক্রান্ত করছে বিএনপি: ওবায়দুল

  • নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ আগস্ট ২০১৮

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বানচালের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার নোয়াখালীর কবিরহাট পৌরহলে কবিরহাট উপজেলা ও পৌর আওয়ামী লীগ জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় তিনি এ অভিযোগ করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আন্দোলনে বারে বারে ব্যর্থ হয়ে বিএনপি এখন চক্রান্ত শুরু করে দিয়েছে। তাদের কেউ বলে নির্বাচনে যাবে, কেউ বলে নির্বাচন প্রতিহত করবে। তারা নির্বাচন বানচালের চক্রান্ত করছে। নির্বাচন বানচালের যেকোন চক্রান্ত আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিহত করবো।’

তিনি বলেন, ‘গুজব গণতন্ত্রের শত্রু। গুজব যারা ছড়ায় তারাই এদেশে গণতন্ত্র চায় না। তারা ক্ষমতা চায়। বিএনপি হচ্ছে ক্ষমতার পাগল।’

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে একটি বিপণী বিতান উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক মন্ময় দাশ, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন্নাহার শিউলী ও নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খান সোহেল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads