• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বাঁচতে হলে রুখে দাঁড়ানোর আহ্বান সোহেলের

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল

সংরক্ষিত ছবি

রাজনীতি

বাঁচতে হলে রুখে দাঁড়ানোর আহ্বান সোহেলের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ আগস্ট ২০১৮

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, নৈরাজ্যকর পরিস্থিতি ও অবর্ণনীয় দুঃশাসন থেকে বাঁচতে হলে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের ওয়ারীর বাসায় পুলিশি তল্লাশি ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সোহেলের দাবি, গত বুধবার রাতে কাজী আবুল বাশারের বাসায় পুলিশ তল্লাশি ও ভাঙচুর করেছে। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি হামিদুর রহমান হামিদ এবং ওয়ারী থানা বিএনপির সভাপতি হাজী লিয়াকত আলী রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই তাদের বাসায় পুলিশ ব্যাপক তল্লাশি ও ভাঙচুর করারও নিন্দা জানান তিনি।

তিনি বলেন, বর্তমান শাসকগোষ্ঠী মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের মাধ্যমে দেশকে গভীর সঙ্কটে নিপতিত করেছে। কারাবন্দি খালেদা জিয়াসহ উল্লিখিতদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান হাবীব-উন-নবী খান সোহেল।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads