• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
পাঁচ দিনের সফরে রংপুর ও কুড়িগ্রাম গেলেন এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

সংগৃহীত ছবি

রাজনীতি

পাঁচ দিনের সফরে রংপুর ও কুড়িগ্রাম গেলেন এরশাদ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৮ আগস্ট ২০১৮

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পাঁচ দিনের সফরে রংপুর ও কুড়িগ্রাম গেছেন। আজ শনিবার জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, সফরকালে তিনি রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করবেন।

তার সফরসঙ্গী হিসেবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু ও মেজর (অব.) মোঃ খালেদ আখতার সাথে আছেন।

শনিবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে হেলিকপ্টারযোগে রংপুরের উদ্দেশ্যে রাজধানী ছেড়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। বেলা ১১টায় রংপুর স্টেডিয়াম হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। বেলা সাড়ে ১১টা থেকে রংপুর-৩ আসনের বিভিন্ন ইউনিয়নে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মিলিত হন তিনি।

পরে তিনি বেলা ২টায় রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের গেষ্ট হাইজে মধ্যাহ্নভোজে অংশ নেন। বেলা ৩টা থেকে রংপুর পল্লী নিবাসে অবস্থান করবেন হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি রোববার সকাল সাড়ে ৯টায় রংপুর পল্লী নিবাস থেকে কুড়িগ্রাম সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন । বেলা ৩টায় কুড়িগ্রামের চিলমারী থেকে রংপুর পল্লী নিবাসের উদ্দেশ্যে যাত্রা করবেন। ২০ আগস্ট সোমবার থেকে ২১ আগষ্ট মঙ্গলবার ব্যক্তিগত কর্মসূচি রয়েছে হুসেইন মুহম্মদ এরশাদের।

বুধবার সকাল ৮টায় রংপুর কালেক্টরেট ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর তিনি পল্লী নিবাসে অবস্থান করবেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রংপুর পল্লী নিবাস থেকে সৈয়দপুর বিমান বন্দর হয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় ফিরবেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads