• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
অজুহাত খুঁজছে বিএনপি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংরক্ষিত ছবি

রাজনীতি

কাদের বললেন

অজুহাত খুঁজছে বিএনপি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ আগস্ট ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে বিএনপি। নির্বাচনকে সামনে রেখে ২০১৪ সালের মতো ব্যাপক সহিংসতার নীলনকশা করছে তারা। এবার তারা সহিংসতা করলে জনগণ তার সমুচিত জবাব দেবে। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা সরেজমিন দেখতে গতকাল রোববার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংসদীয় রীতি অনুযায়ী নির্বাচনকালে বর্তমান সরকার দায়িত্বে থাকলেও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সরকার ইসিকে সব সহযোগিতা প্রদান করবে এবং নির্বাচনকালে সরকার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে না। তিনি বলেন, বিএনপি আইন, আদালত, সংবিধান কিছুই মানে না। তারা জিতলে বলে নির্বাচন ভালো হয়েছে, আর হারলে বলে নির্বাচনে কারচুপি হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে তার গ্রামের বাড়িতে অবরুদ্ধ করে রাখার প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী বা পুলিশ তাকে অবরুদ্ধ করে রাখেনি। কোটা আন্দোলন ও শিক্ষার্থীদের আন্দোলনে ব্যর্থ হয়ে মওদুদ নাটক করার জন্যই তার গ্রামের বাড়িতে গেছেন। বিএনপির সংলাপের দাবির প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের পর বিএনপির সঙ্গে সংলাপ করা হবে। সড়ক ও মহাসড়কের অবস্থা আগের যেকোনো সময়ের চেয়ে ভালো দাবি করে মন্ত্রী কাদের বলেন, তাই আসন্ন ঈদযাত্রা গতবারের চেয়ে ভালো হবে। ঘরমুখো মানুষের ভোগান্তী যাতে সহনীয় পর্যায়ে থাকে সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আজ (রোববার) কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। তবে কোরবানির পশুবাহী গাড়ির কারণে যানবাহনের ধীরগতির খবর পাওয়া গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads