• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপির জায়গা নেই : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংরক্ষিত ছবি

রাজনীতি

অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপির জায়গা নেই : কাদের

  • সাভার প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ আগস্ট ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপির জায়গা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যেহেতু পার্লামেন্টে বিএনপির কোনো প্রতিনিধিত্ব নেই, তাই তাদের আসারও কোনো সুযোগ নেই। নির্বাচন চলাকালীন এ সরকারই থাকবে, তবে আকারে একটু ছোট হবে।’

গতকাল রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর ইন্টারসেকশন আলোকিত করার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘গতবার বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অফার করা হয়েছিল। তারা সেটি প্রত্যাখ্যান করে। এখন তাদের নতুন করে আমন্ত্রণ জানানোর সুযোগ নেই। এ ছাড়া ২০১৮ সালকে যদি বিএনপি ২০১৪ সাল মনে করে তাহলে তারা আরো বড় ও মারাত্মক ভুল করবে।’ এবার নির্বাচন ঘিরে সন্ত্রাস-সহিংসতা হলে দেশের মানুষ তা প্রতিহত করবে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads