• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
বিএনপি কার্যালয়ে ছাত্রদলের তালা

রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে গতকাল তালা ঝুলিয়ে দেন ছাত্রদল নেতাকর্মীরা

ছবি -বাংলাদেশের খবর

রাজনীতি

বিএনপি কার্যালয়ে ছাত্রদলের তালা

  • রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত ২৭ আগস্ট ২০১৮

রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের নতুন কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা গতকাল রোববার দুপুরে দলীয় কার্যালয়ে তালা দেন।

এর আগে শনিবার মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবির সই করা এক বিজ্ঞপ্তিতে নগরীর বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার, শাহমখদুম, কাশিয়াডাঙ্গা ও চন্দ্রিমা থানা এবং রাজশাহী কলেজ, সিটি কলেজ ও নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

এর পর থেকেই ক্ষোভে ফুঁসে ওঠেন পদবঞ্চিত নেতাকর্মীরা। গতকাল নগরীর বিভিন্ন এলাকা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে গিয়ে তালা দেন।

মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. আরিফুজ্জামান সাংবাদিকদের বলেন, কাউকে না জানিয়ে ছয়টি থানা ও তিনটি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির বিষয়ে মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনও কিছু জানেন না। এর প্রতিবাদেই তারা দলীয় কার্যালয়ে তালা দিয়েছেন।

তিনি আরো বলেন, অবিলম্বে কমিটিগুলো বিলুপ্ত করা না হলে বিএনপির থানা কার্যালয়গুলোতেও তালা দেওয়া হবে। পর্যায়ক্রমে ওয়ার্ড কার্যালয়েও তালা ঝুলবে। কমিটিগুলোতে যাদের পদ দেওয়া হয়েছে, তারা অযোগ্য।

জানতে চাইলে মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি বলেন, যারা যোগ্য তাদেরই কমিটিতে স্থান দেওয়া হয়েছে। পদ না পেলে বঞ্চিতরা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েই থাকে। এটা তেমন কোনো ঘটনা নয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads