• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

বিএনপির লোগো

সংগৃহীত ছবি

রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ আগস্ট ২০১৮

১ সেপ্টেম্বর দলের  ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচির মধ্যে রয়েছে- প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ভোরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয়  পতাকা উত্তোলন, সকাল ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ। বিকেল ৩টায় ঢাকায় জনসভা।

এছাড়া জনসভার  জন্য সোহরাওয়ার্দী উদ্যান ও  নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে অনুষ্ঠান করতে পুলিশের কাছে আবেদন জানিয়েছে বিএনপি।

২ সেপ্টেম্বর রোববার বিকেল ৩টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হবে। এছাড়া, সারা দেশে দলের সকল মহানগর-জেলা-উপজেলা, ইউনিয়ন শাখা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রণয়ন করে উদযাপন করবে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন।

যৌথসভায় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads