• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ইসির সিদ্ধান্ত মেনে নেবে সরকার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংগৃহীত ছবি

রাজনীতি

ওবায়দুল কাদের বললেন

ইসির সিদ্ধান্ত মেনে নেবে সরকার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ আগস্ট ২০১৮

পৃথিবীর অনেক দেশই সময় এবং খরচ সাশ্রয়ের লক্ষ্যে ইভিএম প্রযুক্তি ব্যবহার করছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ইভিএম ব্যবহারের পক্ষে। তবে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেয় তা সরকার মেনে নেবে বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরের ভাগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, নির্বাচনে না গিয়ে জাতীয় ঐকমত্য ও আন্দোলনের নামে বিএনপি কোনো সহিংসতায় নামলে জনগণকে সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেওয়া হবে। গত চার বছরে বিএনপি আন্দোলনের ডাক দিয়ে কখনোই সফলতার মুখ দেখেনি। তাদের আন্দোলনকে মানুষ ভয় পায়।

বিরোধী দল থাকলে সমালোচনা হবেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী দলের কাজই হচ্ছে সমালোচনা করা। কিন্তু দেশ চলবে সংবিধান অনুসারে। সংবিধান অনুসারে আমরা দেশ চালাব।’

মন্ত্রী বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকার করে দেশে একটি অস্থিতিশীল, নাজুক পরিস্থিতির সৃষ্টি করতে চান, তারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশে ২০১৪ ও ২০০১ সাল আর ফিরে আসবে না। সেই খোয়াব দেখলে তাদের সে খোয়াব অচিরেই কর্পূরের মতো উড়ে যাবে।

ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে যাত্রা নিরাপদ করতে সব ধরনের নছিমন, করিমন, ভটভটি ও তিন চাকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

পরিদর্শনকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কিছু অংশে দুর্ভোগ কমাতে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের পরিচালক সানাউল হক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী লিয়াকত আলীকে কারণ দর্শাতে বলা হয়েছে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads