• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
‘বিরোধিতা’ গণতন্ত্রের সৌন্দর্য : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংগৃহীত ছবি

রাজনীতি

‘বিরোধিতা’ গণতন্ত্রের সৌন্দর্য : কাদের

  • সিলেট ব্যুরো
  • প্রকাশিত ০১ সেপ্টেম্বর ২০১৮

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিইসিসহ পাঁচ কমিশনারের সবার মত এক হবে- এমন কোনো কথা নেই। একজন ইভিএম নিয়ে আপত্তি দিয়েছেন, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য।  ইভিএম নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের ‘নোট অব ডিসেন্ট’ প্রসঙ্গে গতকাল শুক্রবার সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ।

ওবায়দুল কাদের বলেন, ‘একজন নোট অব ডিসেন্ট দিতেই পারেন। ভিন্নমত থাকতেই পারে, এটাই তো ডেমোক্র্যাসির বিউটি।’

তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, নির্দিষ্ট একটি দলের জন্য নির্বাচন থেমে থাকবে না। গণতান্ত্রিক দেশে নির্বাচনে অংশ নেওয়া অধিকার, সুযোগ নয়। কোনো গণতান্ত্রিক দেশে সরকার কোনো দলকে সুযোগ দেয় না। নির্বাচনে হেরে অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগ তুলতে পারবে না বলেই বিএনপি ইভিএম চায় না। ইভিএম নিয়ে অভিযোগ তোলার কোনো সুযোগ নেই।

এ সময় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, একেএম এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান প্রমুখ।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads