• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
‘জনাতঙ্কে ভুগছে সরকার’

বাংলাদেশের লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান

সংরক্ষিত ছবি

রাজনীতি

‘জনাতঙ্কে ভুগছে সরকার’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশের লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, হত্যা-খুন, গুম-অপহরণ, হামলা-মামলা, লুটপাট ও দুঃশাসনের কারণে সরকার জনাতঙ্কে ভুগছে। তাদের এমপি-মন্ত্রীরা এলাকায় যেতে ভয় পায়। গতকাল রোববার দুপুরে দলীয় কার্যালয়ে মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচির উদ্বোধনী সভায় তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, সরকার জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখতেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সাজানো রায়ের মাধ্যমে বন্দি রেখেছে।

সরকারের মনে রাখা উচিত, খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার কখনো প্রতিষ্ঠা হবে না।

সভায় বক্তব্য দেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, তানভীর হোসাইন, ঢাকা দক্ষিণ আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসাইন প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads