• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ক্ষমতায় যাওয়ার শক্তি আছে জাতীয় পার্টির: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ

সংরক্ষিত ছবি

রাজনীতি

ক্ষমতায় যাওয়ার শক্তি আছে জাতীয় পার্টির: এরশাদ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ সেপ্টেম্বর ২০১৮

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আমরা আর গৃহপালিত বিরোধী দল হতে চাই না। দেশবাসীর ভালোবাসায়, নেতা-কর্মীদের শক্তি নিয়ে ক্ষমতায় যেতে চাই। এ জন্য আমরা প্রস্তুত।’  আজ শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির যৌথ সভায় তিনি একথা বলেন।

এরশাদ বলেন, ক্ষমতায় যাওয়ার মতো সক্ষমতা জাতীয় পার্টি অর্জন করেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বচনে ৩০০ আসনে প্রার্থী দেবে দল। সেই লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীদের কমিটি গঠনের তাগাদা দেন জাপার চেয়ারম্যান।

তিনি বলেন, জনগণ চায় জাতীয় পার্টি আবারো ক্ষমতায় আসুক। তাই জনগণের দাবি পূরণে ক্ষমতায় আসতে হবে। আগামী ৬ অক্টোবরের মহাসমাবেশে দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads