• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বিশ্বাসঘাতকতদের ডাইরেক্ট বহিষ্কার: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সংরক্ষিত ছবি

রাজনীতি

বিশ্বাসঘাতকতদের ডাইরেক্ট বহিষ্কার: কাদের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ সেপ্টেম্বর ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করবেন না। বিশ্বাসঘাতকতা করলে ডাইরেক্ট বহিষ্কার।বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে। তিন দিনের মধ্যেই শোকজ করা হবে। 

তৃণমূলকে শক্তশালী করতে উত্তরবঙ্গের যাত্রপথে টাঙ্গাইলে এক পথসভায় শনিবার সকালে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, সরকারের উন্নয়ন কাজ তৃণমূলে পৌঁছে দিতে এবং দলকে শক্তিশালী করতে এবং বিএনপি জামায়াতের গুজবের রাজনীতি থেকে জনগনকে সচেতন করতে আওয়ামী লীগের এই ট্রেন সফর। এই সফর সাংগঠিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

আওয়ামী লীগের নির্বাচনী এই ট্রেন যাত্রায় অন্যান্য নেতাদের মধ্যে আছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি. এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর সম্পাদিক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads