• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ছবি : সংগৃহীত

রাজনীতি

উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশে উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘শেখ হাসিনার বিকল্প যেমন শুধুমাত্রই শেখ হাসিনা তেমন নৌকার বিকল্প শুধুই নৌকা। আমরা ২০০১ এ যেমন হারিয়ে গিয়েছিলাম, সেভাবে আবার হারিয়ে যাব। আমরা অন্ধকারে নিমজ্জিত হব, পথ হারাবো।  

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আগামীতে শেখ হাসিনা ক্ষমতায় যেতে না পারলে অন্ধকারে নিমজ্জিত হবে দেশ। তিনি বলেন, ‘আমরা আর দুর্নীতি ও অন্ধকার জগতে যেতে চাই না। আমরা আর তলাবিহীন ঝুড়িতে বা বাস্কেটে পরিণত হতে চাই না।’ 

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, `ছাত্রলীগ হাল ধরলে বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূর করতে লম্বা সময় লাগবে না। আমাদের পার্শ্ববর্তী তামিলনাড়ুতে ১০০ ভাগ শিক্ষিত। আমাদের দেশে এত সম্পদ রয়েছে। আমি মনে করি আমাদের সেই জায়গাতে যেতে আর লম্বা সময় লাগবে না যদি ছাত্রলীগ হাল ধরে।' 

তিনি বলেন, ‘২০০১ সালে যখন আমরা ক্ষমতা ছাড়ি তখন সাক্ষরতার হার ছিল ৬০ শতাংশ। ২০০৯ সালে যখন আবার ক্ষমতা গ্রহণ করি তখন এই হার ছিল ৪০-৪১ শতাংশ। এই ধরনের ইতিহাস কোনো রাষ্ট্রে হয়েছে কি না আমার জানা নেই।‘ 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads