• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
জাতীয় ঐক্য প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন

সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী

সংরক্ষিত ছবি

রাজনীতি

২০-দলীয় জোটের বৈঠক

জাতীয় ঐক্য প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ সেপ্টেম্বর ২০১৮

সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় ঐক্য গড়তে যে প্রক্রিয়া চলছে, তাতে পূর্ণ সমর্থন রয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের।

গতকাল রোববার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম খান এ কথা জানান। তিনি বলেন, বৈঠকে সবশেষ রাজনৈতিক পরিস্থিতি, আগামী দিনের আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। দেশের ক্রান্তিকালে একটি বৃহত্তর জাতীয় ঐক্যের প্রয়োজন অনুভব করেছে জোট। এছাড়া নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, সুষ্ঠু নির্বাচন, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ২০-দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। ছিলেন জোট শরিক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমদ, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তাজা, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, মুসলিম লীগ সভাপতি এএইচএম কামরুজ্জামান, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তাসমিয়া প্রধান, মহাসচিব খন্দকার লুৎফর রহমান, জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমদ, পিপলস লীগের মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, ডেমোক্র্যাটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মনি প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads