• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
শরীকদের জন্য ছাড়া হবে ৬৫ থেকে ৭০ আসন : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংরক্ষিত ছবি

রাজনীতি

শরীকদের জন্য ছাড়া হবে ৬৫ থেকে ৭০ আসন : কাদের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ সেপ্টেম্বর ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের জন্য অক্টোবরেই আওয়ামী লীগের প্রার্থীতা ঘোষণা দেওয়া হবে। এসময় তিনি বলেন, নির্বাচনে শরীকদের জন্য ছাড়া হবে ৬৫ থেকে ৭০ আসন।

মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনের জন্য এখন পর্যন্ত কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। তবে জনপ্রতিনিধিদের জনগণের দোরগোড়ায় গিয়ে নির্বাচনের প্রস্তুতি জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ অতীতের যেকোনো সময়ের চেয়ে সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ।

নির্বাচনকালীন মন্ত্রিসভা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, টেকনোক্র্যাট বা সংসদীয় প্রতিনিধিত্বকারী দলের বাইরে কেউ থাকবে না।

অসুস্থ প্রতিযোগিতার বিষয়ে দল কড়াকড়ি অবস্থানে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সিটি নির্বাচনে দলের বিপক্ষে অবস্থানকারীদের কড়া ভাষায় শোকজ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads