• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সবচেয়ে বেশি নির্যাতিত, নিশ্চিহ্ন হইনি : এরশাদ

কচুক্ষেত এলাকায় সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ

ছবি : সংগৃহীত

রাজনীতি

সবচেয়ে বেশি নির্যাতিত, নিশ্চিহ্ন হইনি : এরশাদ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ সেপ্টেম্বর ২০১৮

বিএনপি সরকারের শাসনামলে দুর্নীতির দায়ে কয়েক বছর কারাবাসের প্রসঙ্গ টেনে নিজেকে দেশের ‘সবচেয়ে বেশি নির্যাতিত’ রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। ২৮ বছর ক্ষমতার বাইরে থাকলে একটি রাজনৈতিক দলের অস্তিত্বই বিলীন হয়ে যাওয়ার কথা মন্তব্য করে তিনি বলেন, ‘নিঃশেষ হওয়ার কথা, নিশ্চিহ্ন হওয়ার কথা। কিন্তু আমরা হইনি। আল্লাহর অশেষ রহমতে এত নির্যাতনের পরেও আমি বেঁচে আছি। নির্যাতনের পরে কোনো মানুষ বাঁচতে পারে না।’

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-১৭ আসন ক্যান্টনমেন্ট ও মিরপুর কচুক্ষেত এলাকায় নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে রজনীগন্ধা সুপার মার্কেটে জাতীয় পার্টি কাফরুল থানার উদ্যোগে এক সমাবেশে এ কথা বলেন তিনি। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেবে বলে আগেই ঘোষণা দিয়েছেন এরশাদ। ৩০০ আসনে প্রার্থী বাছাই করতে ইতোমধ্যে কাজও শুরু করেছে তার দল।

কচুক্ষেতের সমাবেশে এরশাদ বলেন, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার এই আসনে তিনি ‘রেকর্ড’ ভোটে জয় পেয়েছিলেন। সেনানিবাস এলাকায় নিজের ‘গ্রহণযোগ্যতা’ বেশি দাবি করে এ আসন থেকে আবারও নির্বাচিত হওয়ার আশা প্রকাশ করেন এরশাদ।

জাতীয় পার্টির সময়ের উন্নয়নের বৃত্তান্ত তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বর্তমান সরকারেরও সমালোচনা করেন।

তিনি বলেন, ‘দেশে সুশাসন নেই, যা খুশি তাই হচ্ছে। ব্যাংক লুট হচ্ছে। আজকের খবরের কাগজে পড়েছেন নিশ্চয়ই, আমাদের দেশে কয়েকজন বিত্তশালী লোক… টাকা আসে কোথায় থেকে? চুরি করা টাকা, আপনাদের টাকা।’

‘আমি অনুরোধ করছি, আরেকবার আমারে সুযোগ দেন। আরেকবার সুযোগ দেন, আমি দেখাতে চাই, জাতীয় পার্টি দেখাতে চায়, উন্নয়ন কাকে বলে। আমরা দেখাতে চাই সুশাসন কাকে বলে।’

এরশাদ আরো বলেন, গুম আর খুনের রাজ্যে পরিণত হয়েছে দেশ। আর স্বাধীনতার পর দেশের সবচেয়ে বেশি উন্নয়ন জাতীয় পার্টি করেছে।

সাবেক এই সামরিক শাসক আরো বলেন, জাতীয় পার্টি ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। কোনো দল জাতীয় পার্টির জায়গায় আসতে পারবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads