• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আওয়ামী লীগের নির্বাচনী কর্মকৌশল চূড়ান্ত হতে পারে কাল

লোগো আ. লীগ

রাজনীতি

আওয়ামী লীগের নির্বাচনী কর্মকৌশল চূড়ান্ত হতে পারে কাল

  • হাসান শান্তনু
  • প্রকাশিত ১৪ সেপ্টেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী কর্মকৌশল কাল শনিবার অনুষ্ঠেয় বৈঠকে চূড়ান্ত হতে পারে। বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তাব ও উপকমিটিগুলোরও চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে নির্বাচনী কার্যক্রম গুছিয়ে রেখেছে আওয়ামী লীগ। বৈঠকে চূড়ান্ত হলেই শুরু হবে আনুষ্ঠানিক কার্যক্রম। আর তা চূড়ান্ত করতে শনিবার প্রথমবারের মতো দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক করার কথা দলের। দলীয় সূত্র মতে, বৈঠকে দলের নির্বাচনী কর্মকৌশল নিয়ে ৮০ পৃষ্ঠার প্রোফাইল উপস্থাপন করা হতে পারে। বিগত ১০টি জাতীয় সংসদ নির্বাচনের বিস্তারিত পরিসংখ্যানসহ বর্তমান সংসদ সদস্যদের হালনাগাদ তথ্য ওই প্রোফাইলে আছে। নির্বাচন পরিচালনা কমিটি বৈঠকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ওই প্রোফাইল তুলে ধরার কথা। এ ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক কর্মসূচি চূড়ান্ত করার পাশাপাশি বৈঠকে নির্বাচনী প্রচারণা, ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠন, এজেন্ট প্রশিক্ষণ, নির্বাচনসংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ ও নির্বাচনী পর্যবেক্ষণ করার কাজ সরাসরি তদারকির সিদ্ধান্ত হওয়ার কথা।

এবারের নির্বাচনী প্রচারণায় গত দশ বছরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে গুরুত্ব দিয়ে আরো কী কী বিষয় থাকবে, কী কী বিষয় গুরুত্ব দেওয়া হবে ও তরুণদের আকৃষ্ট করতে কী কী রাখা যায় প্রচারণায়, এসব বিষয়ে বৈঠকে গাইডলাইন দেওয়া হতে পারে প্রচার উপ-কমিটিকে। নির্বাচনী প্রচারণায় নানা সুযোগ-সুবিধা ও প্রতিশ্রুতি দিয়ে তরুণদের ভোট টানার বিষয়েও সিদ্ধাস্ত আসতে পারে বৈঠক থেকে। তবে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব ডিজিটাল প্রচারণাকে গুরুত্ব দিয়ে প্রচারণার কৌশল নির্ধারণ করার পক্ষে বলে সংশ্লিষ্টরা জানান।

আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠক প্রসঙ্গে বলা হয়, ‘শনিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা।’

আগামী নির্বাচনে ২০০ সংসদীয় আসনে দলের প্রার্থীদের বিজয়ের টার্গেট করে বৈঠকে নির্বাচনী কর্মকৌশল চূড়ান্ত হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের দুজন শীর্ষ নেতা বাংলাদেশের খবরকে এ তথ্য জানান। তারা জানান, নির্বাচন পরিচালনা করতে দলটি জাতীয় কমিটি গঠন করেছে ১৪০ সদস্যের। নীতিনির্ধারক পর্যায়ের ২৬ নেতাকে ১৩টি উপকমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। পাঁচ সদস্যের ১৩টি উপ-কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। ৬৪ জেলা দল গঠন করা হয়েছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে। শনিবারের বৈঠকে কমিটিসহ প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

এ ছাড়া দেশের কোন কোন এলাকায় নির্বাচনী প্রচারণার সমন্বয় কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা কারা করবেন, এ বিষয়েও বৈঠকে চূড়ান্ত হতে পারে। আগামী অক্টোবর মাসের মধ্যে সারা দেশে কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের কাজ শেষ করতে চূড়ান্ত নির্দেশনা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা যায়।

দলের সূত্র জানায়, নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকের কারণেই গতকাল বৃহস্পতিবারের পটুয়াখালী ও বরগুনার উদ্দেশে লঞ্চযাত্রায় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা কর্মসূচি স্থগিত করা হয়েছে। দলের যেসব নেতার লঞ্চযাত্রার কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার কথা ছিল, তারাও নির্বাচন পরিচালনা কমিটি ও উপ-কমিটিতে আছেন।

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হলেন এইচটি ইমাম, সদস্য সচিব দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও দলের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা।

দলীয় নেতারা জানান, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভার আগে আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় দলটির ঢাকার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর এক সভা হবে। এতে দলের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। সভায় নির্বাচনের কর্মকৌশলসহ দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

সূত্র মতে, আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কোন্দল নিরসনে সাংগঠনিক কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজকের সভায়। দলের সভাপতি এ বিষয়ে কঠোর নির্দেশনা দিতে পারেন। সব বিভাগীয় নেতাদের সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠক করে দলের একক প্রার্থী নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাও আসতে পারে। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর আগে অন্তর্কোন্দল মীমাংসা করতে চায় আওয়ামী লীগ। চলতি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ফিরে বিভাগীয় পর্যায়ের নেতাদের নিয়ে তিনি নিজেও বৈঠক করতে পারেন বলে জানায় দলীয় সূত্র।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads