• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মির্জা ফখরুল জাতিসংঘে নালিশ করতে যাননি : মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ

সংরক্ষিত ছবি

রাজনীতি

মির্জা ফখরুল জাতিসংঘে নালিশ করতে যাননি : মওদুদ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর ২০১৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে বিএনপি মহাসচিব যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ায় সরকার আতঙ্কিত, ঈর্ষান্বিত ও বিব্রত। এ জন্য তারা বিচলিত হয়ে উল্টাপাল্টা কথা বলছে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মরহুম নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের মহাসচিব নালিশ করতে সেখানে যাননি, তিনি বাংলাদেশের প্রকৃত অবস্থা তুলে ধরতে সেখানে গেছেন। বাংলাদেশে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে- কোনো কারণ ছাড়াই বিরোধীদলের নেতাকর্মীদের যে হামলা, মামলা ও গুম করা হচ্ছে এসব অবস্থা তিনি সেখানে তুলে ধরছেন। আর এটাতেই ক্ষমতাসীন সরকার আতঙ্কিত, ঈর্ষান্বিত ও বিব্রত। আমাদের মহাসচিব ইচ্ছে করে সেখানে জাননি। তাকে জাতিসংঘের মহাসচিব আমন্ত্রণ জানিয়েছেন।

মওদুদ আহমদ আরো বলেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, এই দাবিটি যারা অসাংবিধানিক কথা বলেছে, তারা অবাস্তব কথা বলেছে। এই কথা সংবিধানসম্মত কি না এর জবাব জনগণ দেবে এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন আদায় করবে। এসময় তিনি বলেন নির্বাচনকালীন সরকার বলতে কিছুই নাই, সরকার যদি তা করতে চায়, তাহলে সব দলের মতামতের ভিত্তিতে করতে হবে। আর যদি অবৈধভাবে সরকার ক্ষমতায় থাকতে চায়, তাহলে দেশের জনগণ তা করতে দেবে না।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads