• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সর্বোচ্চ ছাড় দিয়ে বৃহত্তর ঐক্য

বৃহত্তর ঐক্যের নেতারা

সংরক্ষিত ছবি

রাজনীতি

মির্জা ফখরুলকে তারেকের বার্তা

সর্বোচ্চ ছাড় দিয়ে বৃহত্তর ঐক্য

  • রেজাউল করিম লাবলু
  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর ২০১৮

দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ ছাড় দিয়ে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্দেশ দিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে মত দিয়েছেন। গতকাল সোমবার বাংলাদেশের খবরকে এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্য বিএনপির এক নেতা।

তারেক রহমান দলের মহাসচিব মির্জা ফখরুলকে কী নির্দেশনা দিলেন জানতে চাইলে যুক্তরাজ্য বিএনপির ওই নেতা বলেন, দেশে ফিরে মির্জা ফখরুলকে অতিদ্রুত সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার তাগিদ দিয়েছেন। পাশাপাশি তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। বৃহত্তর ঐক্য গড়ে তুলে গণআন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এজন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। নির্দেশ দিলে তারা যেন গণআন্দোলন সফল করতে মাঠে নেমে পড়েন।

তিনি বলেন, দুই নেতার বৈঠকে আগামী আন্দোলন ও নির্বাচন নিয়ে নিজেদের কৌশলও ঠিক করেন। এছাড়া দলের মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। দেশে ফিরে মির্জা ফখরুল গতকাল রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদেরকে দলের হাইকমান্ডের নির্দেশনাগুলো অবহিত করেন।

যুক্তরাজ্য বিএনপির নেতা বাংলাদেশের খবরকে বলেন, দুই দিনের সফরে মির্জা ফখরুল যুক্তরাষ্ট্র এসেছিলেন। প্রথম দিন নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল (পলিটিক্যাল) মিরোস্লাভ জেনকাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরের দিন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ এশিয়াবিষয়ক ডেস্কের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল। এরপর তিনি যুক্তরাজ্যে আসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে। মহাসচিব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই দিনের বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন। এরপর গত রোববার সন্ধ্যা ৭টায় যুক্তরাজ্য থেকে ঢাকা ফেরেন মির্জা ফখরুল। মির্জা ফখরুলের সফরসূচি ও বৈঠকের বিষয়ে সার্বিক খোঁজখবর রেখেছিলেন তারেক রহমান।

তিনি বলেন, দুই নেতার বৈঠকটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যুক্তরাষ্ট্র সফরের সার্বিক বিষয়বস্তু উপস্থাপন করেন মির্জা ফখরুল। এ সময় দুইজনকে উৎফুল্ল দেখা গেছে। হাসিমুখেই দলের মহাসচিবকে বিদায় জানান তারেক রহমান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads