• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
রায় নিয়ে চিন্তিত নয় বিএনপি

লোগো বিএনপি

সংরক্ষিত ছবি

রাজনীতি

২১ আগস্ট গ্রেনেড হামলা

রায় নিয়ে চিন্তিত নয় বিএনপি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০১৮

২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১০ অক্টোবর। মামলায় সাজা হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির কারাবন্দি নেতা আবদুস সালাম পিন্টু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অনেকের। এ বিষয়ে দলের প্রতিক্রিয়া জানতে বিএনপির নীতিনির্ধারক একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তারা বলেছেন, রায়ের তারিখ ঘোষণা হলেও এখনো রায় হয়নি। বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক ভাইস চেয়ারম্যান বলেন, এ নিয়ে তারা চিন্তিত নন। ব্যাঙের আবার সর্দি? এমনিতেই শীর্ষ পর্যায় থেকে তৃণমূল নেতারা পর্যন্ত শত শত মামলার আসামি। এখন মৃত নেতাকর্মীদের নামেও মামলা দেওয়া হচ্ছে।

সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত ও বিচারকাজ প্রভাবিত করেছে অভিযোগ করে তিনি বলেন, এমনকি কী সাজা হবে তা-ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা প্রকাশ্যে বলছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে সরকারের হয়ে আদালত রাজনৈতিক রায় দেবেন। বিষয়গুলো জনগণ পর্যবেক্ষণ করছে। জনগণই একদিন সব অন্যায়ের বিচার করবে।

ইতিপূর্বে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ প্রসঙ্গে বাংলাদেশের খবরকে বলেন, ওয়ান-ইলেভেনের সময় এ মামলায় যে অভিযোগপত্র দেওয়া হয়েছিল তাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাদের দলীয় লোক কাহার আকন্দকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে আসামি করা হয়।

একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার ঘটনায় মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা দুই মামলায় আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। গতকাল পুরান ঢাকায় ১ নম্বর অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরউদ্দিন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে দুপুর সোয়া ১২টায় এ মামলায় রাষ্ট্র পক্ষের প্রধান প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান যুক্তি উপস্থাপন শুরু করেন। তিনি শুরুতে ২১ আগস্ট গ্রেনেড পরিকল্পনার ১০টি ঘটনাস্থল রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে বলে জানান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads