• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আগে খালেদার সুস্থতা, পরে বিচার প্রক্রিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

সংরক্ষিত ছবি

রাজনীতি

আগে খালেদার সুস্থতা, পরে বিচার প্রক্রিয়া

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০১৮

‘দলের চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়া গুরুতর অসুস্থ’ উল্লেখ করে তার আইনজীবীরা বলেছেন, বিএনপি সব সময় আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালতকে সম্মান জানিয়ে তিনি সেখানে হাজিরা দিয়েছেন। কিন্তু তিনি এখন অসুস্থ। একজন অসুস্থ মানুষের বিচার করা যায় না। তাকে আগে চিকিৎসা দিয়ে সুস্থ করতে হয়। তারপর তার বিচার চলতে পারে। তাই আগামীকাল বৃহস্পতিবার কারাগারে বসানো আদালতে হাজির হতে পারবেন না খালেদা জিয়া। তারাও আদালতে যাবেন না।

খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বাংলাদেশের খবরকে জানান, সরকার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি খালেদা জিয়াকে সাজা দিতে চায়। কিন্তু তিনি যদি সুস্থ না থাকেন কিংবা কল্পনাতীত কিছু ঘটে যায় তবে সাজা দেবে কাকে? তাই আগে তাকে সুস্থ করতে হবে। তারপর তার বিচার করতে হবে।

গত ৫ সেপ্টেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ৫ নম্বর বিশেষ আদালত পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের পর প্রথম কার্যদিবসে আদালতে হাজির হয়েছিলেন খালেদা জিয়া। এ সময় তিনি আদালতের উদ্দেশে বলেন, ‘শরীরের অবস্থা ভালো নয়। বার বার আসতে পারব না। যেমন ইচ্ছে রায় দিয়ে দিন। এ আদালতে ন্যায়বিচার পাওয়া যাবে না।’

এরপর দুই দিন আদালত বসলেও অসুস্থতার কথা জানিয়ে আদালতে হাজির হননি খালেদা জিয়া। আগামীকাল বৃহস্পতিবার ফের আদালত বসার কথা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন গতকাল বাংলাদেশের খবরকে বলেন, দলের চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়া সুস্থ না হলে তিনি কারাগারে স্থাপিত আদালতে যেতে পারবেন না। তারা আগেই বলেছেন, কারাগারে খালেদা জিয়া অসুস্থ। তার চিকিৎসা প্রয়োজন। সবশেষ সরকার গঠিত মেডিকেল বোর্ডও অসুস্থ উল্লেখ করে তাকে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুপারিশ করেছে। এ বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট। আর সেটা হলো আগে খালেদা জিয়ার সুস্থতা। তারপর তার বিচার হতে পারে।

‘কারাবন্দি খালেদা জিয়া আদালতকে সহযোগিতা করছেন না’ অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দলের নেতারা যে বক্তব্য দিচ্ছেন তার সমালোচনা করে খন্দকার মাহবুব বলেন, অসুস্থ হলে একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরও ফাঁসি স্থগিত রাখা হয়। সেখানে খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, একটি জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান। তাকে সুস্থ না করে দ্রুত বিচার করতে চাইছে সরকার, এটা সঠিক নয়।

গত সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেন। বৈঠকে দলের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার আইনজীবীরা তার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে জেল সুপারের কাছে আবেদন করেন। চিঠিতে সাক্ষাতের অনুমতি চাওয়া আইনজীবীরা হলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার।

গতকাল বেলা ৩টার দিকে খালেদা জিয়ার আইনজীবীরা কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পুরান ঢাকার কারা ফটকে যান। কিন্তু কারা কর্তৃপক্ষ তাদের সাক্ষাতের অনুমতি দেয়নি। পরে বিকাল পৌনে ৫টায় তারা কারাগারের সামনে থেকে ফিরে যান।

এ সময় খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ তালুকদার উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘অনুমতি থাকলেও আজকে তাদের খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেয়নি কারা কর্তৃপক্ষ। তাই তারা ফিরে যাচ্ছেন। তবে আগামীকাল বৃহস্পতিবার তার মামলার তারিখ আছে। মামলার তারিখের আগে বুধবার (গতকাল) তাদের সাক্ষাৎ করতে দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আইনজীবীদের পদযাত্রা, আল্টিমেটাম : খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেন বিএনপিপন্থি আইনজীবীরা। দুপুর সোয়া ২টার দিকে পদযাত্রাটি সুপ্রিম কোর্ট মাজার গেটে পৌঁছালে পুলিশ গেট বন্ধ করে দেয়। পরে আইনজীবীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে তারা বলেন, আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার আশ্বাসে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন আইনজীবীরা।

খালেদা জিয়া গত বৃহস্পতিবার কারাগারে বসানো আদালতে দ্বিতীয় দিনের মতো আসতে অপারগতা প্রকাশ করলে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামান ২০ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ঘোষণা করেন। এ সময় বিচারক আখতারুজ্জামান কারা কর্তৃপক্ষের দেওয়া কাগজ পড়ে শোনান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads