• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
সিনহা দুর্নীতিবাজ যা বলছেন সবটাই মিথ্যা : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক

সংরক্ষিত ছবি

রাজনীতি

সিনহা দুর্নীতিবাজ যা বলছেন সবটাই মিথ্যা : আইনমন্ত্রী

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০১৮

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা দুর্নীতিবাজ। এ কারণে আপিল বিভাগের বিচারপতিরা তার (সিনহা) সঙ্গে বসে আদালত চালাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। আর সেজন্যই তিনি পদত্যাগ করেছেন। এখন পদত্যাগের প্রায় এক বছর পর তিনি নতুন গল্প সৃষ্টি করেছেন। তিনি এখন যা বলছেন তার সবটাই মিথ্যা। গতকাল রোববার বিকালে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আট তলাবিশিষ্ট ডিজিটাল বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, সংবিধানের বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু করবেন না। যারা সংবিধানের বিরোধিতা করেন তাদের উদ্দেশে বলতে চাই, নির্বাচন করেন। মানুষ আপনাদের নির্বাচিত করলে আমরা মেনে নেব। সংবিধান অনুযায়ী আগামী ডিসেম্বরেই সংসদ নির্বাচন হবে। সেখানে আমরা অবশ্যই নির্বাচিত হবো। তিনি বলেন, বিচার বিভাগ এখন যতটা স্বাধীন ১৯৭৫ থেকে এ পর্যন্ত এতটা স্বাধীন ছিল না।

সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহসীন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, জেলা ও দায়রা জজ আনিসুর রহমান, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মুহাম্মদ জহিরুল হক, যুগ্ম সচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads